নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

হযরত মখদুম শাহ্ দৌলাহ (রহঃ)ও তার সঙ্গী বারো আউলিয়া

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৯



১। হযরত মখদুম শাহ্ দৌলাহ শহীদ (রহঃ) এই পূণ্য শ্লোক তাপসের মাজার পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার অন্তর্গত শাহজাদপুরে অবস্থিত। তিনি ছিলেন ইয়ামানের শাহজাদা।

Journal of the Asiatic Society of Bengal, Part 1. No. 3, 1904

থেকে প্রকাশিত Antiquity and Tradition of Sahzadpur প্রবন্ধে এ দরবেশের কার্যাবলী সম্পর্কে বিবরণ পাওয়া যায়।

২। হযরত শাহ্ শামসুদ্দিন তাবরীযী (রহঃ)- ইনি হযরত মখদুম শাহ্ দৌলাহ(রহঃ)এর পীর ছিলেন বলে লোকমুখে জানা যায়।

৩/৪।হযরত মখদুম শাহ্ দৌলা(রহঃ)এর শিষ্য, হযরত শাহ্ আহমদ (রহঃ)/হযরত শাহ্ মুহাম্মদ(রহঃ)।এরা পরস্পর সহোদর ছিলেন।

৫। হযরত শাহ্ আজমল (রহঃ)- হযরত মখদুম শাহ্ দৌলাহ(রহঃ)এর শিষ্য ও ধর্ম প্রচারক ছিলেন বলে জানা যায়।

৬। হযরত শাহ্ ইউসুফ (রহঃ)- হযরত মখদুম শাহ্ দৌলাহ(রহঃ)এর শিষ্য ও ধর্ম প্রচারক ছিলেন বলে লোকমুখে শ্রুত হয়।

৭। হযরত শাহ্ কায়গর (রহঃ)- হযরত মখদুম শাহ্ দৌলাহ(রহঃ)এর শিষ্য ও ধর্ম প্রচারক ছিলেন বলে জনশ্রুতি রয়েছে।

৮।হযরত শাহ্ বোদলা (রহঃ)- হযরত মখদুম শাহ্ দৌলাহ(রহঃ)এর শিষ্য ও একজন বিশিষ্ট ধর্ম প্রচারক ছিলেন বলে জানা যায়।

৯। হযরত হাসিনা পীর (রহঃ)- হযরত মখদুম শাহ্ দৌলাহ(রহঃ)এর শিষ্য ও বিশিষ্ট ধর্ম প্রচারক ছিলেন।

বাকীদের নাম জানা যায় নাই। এদের সকলের মাজার শাহজাদপুরে হযরত মখদুম শাহ্ দৌলাহ(রহঃ)এর পবিত্র মাজারের সন্নিকটে বিদ্যমান।

তথ্যসূত্রঃ-

১। বাংলাদেশের সুফী সাধক ও অলী আউলিয়া-পৃঃ১৩৮-১৪১, ১৬৭। লেখক- সাদেক শিবলী জামান, প্রকাশক- রহমানিয়া লাইব্রেরী নর্থব্রুক হল রোড,ঢাকা-১১০০। নবম সংস্করণ-২০০৩ খৃষ্টাব্দ।

২। বাংলাদেশের সূফী-সাধকঃ-পৃঃ৭৪ ,১০০-১০২। লেখক- ডঃ গোলাম সাকলায়েন, প্রকাশকঃ ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা।ষষ্ঠ সংস্করণ-২০০৩ খৃষ্টাব্দ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.