নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

আলা হযরত রহঃ এর একটা বিখ্যাত নাত “উয়হ কামালে হুসনে হুজুর হ্যায়, গুমানে নাকসে যাহা নেহী” এর বাংলা অনুবাদ –

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

আলা হযরত রহঃ এর একটা বিখ্যাত নাত

“উয়হ কামালে হুসনে হুজুর হ্যায়, গুমানে নাকসে যাহা নেহী”

এর বাংলা অনুবাদ –

১। নবীজীর সৌন্দর্য-শোভা পৌঁছেছে চরম পূর্ণতায়

অপূর্ণতার ত্রুটি কভূ, তারে নাহি খুঁজে পায়।

সে যে ফুল এমনি এক, কাঁটা নেই যাতে হায়,

সে যে দ্বীপশীখা এমনি এক, ধোঁয়া নেই যাতে তায়।।

২। কোথা পাবো দু’জাহানের হিত,

মনের আশা পুরিবে কোথায়?

বলো! এমন কী আছে, যা নাহি হেথায়?

আছে শুধু একটি কথা, নাই শব্দ নাই হেথায়।।

৩। মরি!মরি! সেকি বাণী তব?

শুনে সবজনা হয় নীরব,

সে বাণীর পরে কোন বাণী নাই,

বর্ণনা দেবে তাঁর, এমন শব্দ নাহি পায়।।

৪। খোদার কসম! এটাই খোদার দুয়ার,

নাই আর কোন ঠাঁই বাঁচার।

ওখানে যা হবে তা এখান থেকেই হবে,

এখানে না পেলে, তা পাবে না সেথায়।।

৫। করে মোস্তফারই অবমাননা,

কী দুঃসাহস! কী নির্লজ্জতা!

বলে, ‘নই কি আমি মোহাম্মদী?

না নও তুমি, বল তব চিহ্ন কোথায়?

৬। তব সকাশে রয় অধোবদনে,

আরবের সব বীরপুত্রগণে

মুখে কারো যেন ভাষা নেই,

ধড়ে যেন কারো প্রাণবায়ু নাই।।

৭। হেন মর্যাদা কাটে জাত-কুলমান,

বড় কাছে রয় সে যে বড় দয়াবান,

ডাকো তাঁরে মনে ভরা আশা নিয়ে,

কোথা নাই সে মহাজন, বাকি কোন ঠাঁই?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.