নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

১। যাও ওরে কাবার হাজী! শাহানশাহের রওযা দেখো, ক্বাবাতো দেখেছো তুমি, এবার ক্বাবার ক্বাবা দেখো।।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

১। যাও ওরে কাবার হাজী! শাহানশাহের রওযা দেখো,

ক্বাবাতো দেখেছো তুমি, এবার ক্বাবার ক্বাবা দেখো।।

২।রুকনে শামীতে বিলীন সাঁঝে, শত অভিযাত্রীর ঢল,

হৃদয় হরা ভোর দেখতে এবার, মদিনার পথে হেঁটে দেখো।।

৩। আকন্ঠ জমজম পানে খুব মিটিয়েছ পিপাসা তোমার,

কাওসারের মালিকের দয়ার সাগরে এবার ঝাঁপ দিয়েই দেখো।।

৪। মিযাবে রহমতের নীচে দাঁড়িয়ে, কুড়িয়েছ শত রহমতের ফোঁটা,

রহমতের বাদল ধারা অবিরল, কিভাবে সেথা বর্ষে দেখো।।

৫। শত আগ্রহী কৃপাপ্রার্থীর ভিড়, দেখেছো তুমি ক্বাবার দ্বারে,

প্রেম পিয়াসীরা, প্রেমানলে তাঁর তড়পায় কেমন দেখো।।

৬। দূর থেকে যে বাতিরে দেখে, পতঙ্গসম ঘুরেছ ফিরে,

সে বাতিটার সামনে তুমি, একটিবার গিয়েই দেখো।।

৭। ক্বাবার গিলাফে অসংখ্যবার, লাগিয়েছো তুমি আঁখিপাতে,

প্রিয়তমের রাজপ্রাসাদের, পর্দার ঝলক একবার দেখো।।

৮। ভয়ার্ত হৃদয়ের কান্নার রোল, দেখেছো তুমি ক্বাবাতে,

তাঁর আঙ্গিনায় পাপীরা, কেমন ছটফটায় দেখো।।

৯। হজ্বের আগে ক্বাবা ঘরের দেখেছো উজ্জল জ্যোতি,

যাত্রাশেষে নবীর ঘরের, অসীম শোভা চেয়ে দেখো।

১০। ক্বাবার শোভা হয় যদি গো, লাখো বরের সৌন্দর্য সুধা,

সৃষ্টির সেরা মদিনার দুলহা, কত মনোলোভা দেখো।।

১১।মায়ের কোলের মধুর ছোঁয়া হয় যদি গো হাতিমে ক্বাবা,

মাতাপিতা সব কুরবান যে নামে, সে মহাত্মার মায়া দেখো।।

১২। হাযরে আসওয়াদ চুমো খেয়ে, শুদ্ধ করেছ তব অন্তর,

মদীনার ধূলিকণার কী মর্যাদা, একবার চুমো খেয়েই দেখো।।

১৩। মক্কায় জুমার মহোৎসব দেখে, জুড়াল তোমার পরাণ,

পাপীরা এসো হেথা! পূর্ণ ঈদের স্বাদে সোমবার দেখো।।

১৪। মুলতাযমের আলিঙ্গনে পূর্ণ হল তোমার স্বপ্ন সাধ,

আদব ভরা আশার ডালি, এ দ্বারে কেমন উছলায় দেখো।

১৫। মন দিয়ে শোন রেযা! ক্বাবা থেকে আসমানী ঘোষনা,

আমার চোখে প্রিয়তমের, রওযাখানা তুমি দেখো।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.