নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

শহীদ আল্লামা কেফায়েতুল্লাহ কাফী রহঃ এর একটা বিখ্যাত নাত “খাস মাহবুবে খোদা খতমে রিসালাত পর সালাম” এর বাংলা অনুবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

১।খাস মাহবুবে খোদা খতমে রিসালাত পর সালাম

আইনে রহমত শাফয়ে রোজে কিয়মাত পর সালাম।।

আল্লাহ্‌র বিশিষ্ট বন্ধু, রিসালাতের সমাপ্তিকারীর প্রতি সালাম,

রহমতের ঝর্ণাধারা, রোজ কিয়মাতের শাফায়াতকারীর প্রতি সালাম।।

২। মুবতাদায়ে সাল্লে আলা চ্যয়ন ও জবি বা সফা

নূর কি দরিয়ায়ে আমওয়াজ লাতাফত পর সালাম।

প্রশান্তির সূচনাকারী, পবিত্রতার ধ্বজাধারীকে সালাম,

ঐশী জ্যোতির মহাসাগর, পবিত্র তরঙ্গ মালাকে সালাম।।

৩। চশমে পুর আব্রু বো আইনিহি মদ হ্যায় সুরত সোয়াদকা,

দোনো আব্রুয়ে মুবারাক কি শাহাদাত পর সালাম।

দেখলে তাঁরে নয়ন ভরে,অনিন্দ্য সুন্দর তাঁর রূপ মাধুরী,

তাঁর শোনিতধারী, দুই নয়নমনির শাহাদাতকে সালাম।।

৪। মাশহাফে রুখসার হযরত মাযহারে আনোয়ারে গায়েব,

রুয়ে কুদসী মাতলায়ে সুবহে সাদাকাত পর সালাম।।

উজ্জল তাঁর চেহারার জ্যোতি, যেন আল্লাহ্‌র গোপন নুরের প্রকাশ,

পবিত্র সে সুরতধারী, সত্য প্রকাশের উজ্জল প্রভাতকে সালাম।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.