নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ওরে আমার অবুঝ মন!!
ইল্লাল্লাহর চাবি ছাড়া
খুলবেনা তোর মনের তালা
ইল্লাল্লাহর জিকির ছাড়া
মিটবেনা তোর মনের জ্বালা।।
ওরে আমার অবুঝ মন!!
আর কতকাল থাকবিরে
তুই আলস নিদ্রায় মগন?
আর কতকাল থাকবিরে
তুই এমন অচেতন?
ওরে আমার অবুঝ মন!!
কলবের তোর খুলবে তালা
ইল্লাল্লাহর জপ মালা
আর কতকাল খেলবি খেলা
ভাঙবে যে তোর রসের মেলা।।
ওরে আমার অবুঝ মন!!
নফসের মুখে লাগাও লাগাম
হাসিল হবে মারফতর মোকাম
শয়তানের মুখে মারো জুতা
ইল্লাল্লাহ'তে হওরে ফানা।।
ওরে দেখরে ভেবে মন!!
এই পথেতে হাসন-লালন
পেল প্রভূর দরশন
সময় থাকতে তাই
কর ইল্লাল্লাহ'র সাধন।।
ওরে আমার অবুঝ মন!!
পেতে চাইলে দয়াল প্রভূর দরশন
ইল্লাল্লাহ'র কর সাধন,
মিছাই তুমি দুনিয়ায় মগন
আসল পথে তুই ফিরবি কখন??
ওরে দেখরে ভেবে মন!!
©somewhere in net ltd.