নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

দেহ তরী

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

•দেহতরী



দেহতরী করলাম ছাই ভবরঙ্গে মজে

এবার ভবদরিয়া পাড়ি দিব কিসে?

মোর সাধের জনম গেল বৃথা

পাইলাম না প্রাণ বন্ধুর দেখা।।



তরীর বৈঠা খাইছে ঘুণে

অযতনে-অচেতনে

১৩ শত্রুর কথা শুনে

দিন গেছে মোর হাসি গানে।।



মাটি-বাতাস-আগুন-পানি

দয়াল তোমার মেহেরবানী

ভান্ডে সবার আছে সমান

সবার তরে একই নিদান।।



কেউবা সাদা, কেউবা কালো

কেউবা ভাবুক, কেউবা পাপী

কেউবা আবার নাস্তিক হলো

সবারে সমান বাসো ভালো।।



একবার যদি পাইতাম তারে

মনের ব্যথ্যা কইতাম তারে

প্রভু তুমি দাও দেখা দাও

আবুঝ মনের জ্বালা জুড়াও।।

<<অংগে মাখো দেশের মাটি>>

আগুন ছাড়াই রান্না চলে

দেহ চুল্লীর ভিতরে

বাতাস ছাড়াই তুফান জাগে

গহীন মনের মাঝারে।।

মেঘ ছাড়াই বৃষ্টি নামে

দুই নয়নের নীরে

মাটির দেহ হবে খাঁটি

অংগে মাখো দেশের মাটি।।

স্বাগতম! সুস্বাগতম!! হে পীরে বাঙ্গাল!!!

বাতিল ফিরকার তুফান ভারী

ভিড়াও তব বিজয় তরী

তোমার তরে গুনছে প্রহর

সুন্নী জনতা মাস ফি বছর।।

শুষ্ক জীবনে ঢালো প্রাণবারি

উঠুক জেগে সুন্নীরা সব

মোহ নিদ্রা ছাড়ি।।

স্বাগতম! সুস্বাগতম!! হে

পীরে বাঙ্গাল সাবের শাহ্‌!!!

তোমার ছোঁয়ায় কেটে যাবে

বাংলার ঘোর অমানিশা।।

মালী

দুনিয়ার বাগানে ফুটলে সে ফুল

দু'দিন পরে ঝরে যায়,

মন বাগানে ফুটলেরে ফুল

মরার পরও সতেজ রয়।।



মারিফাতের পথিক যারা

মন বাগানের মালী তাঁরা,

চাষ করে সে মন বাগানে

ফোটায় কমল তনুমনে।।



আমার মনে বড় আশা

ফুলটি কবে বাঁধবে বাসা?

গহীন বনের আঁধার চিড়ে

ফুটবে আমার দেহবনে।।



'ইল্লাল্লাহ' সে গাছের চারা

চায় সে চোখের পানির ধারা,

জিকির মনে করলে জারী

ফলবে ফসল রাশি রাশি।।



সাজালে তোর বাগান খানি

খুশী হবে মন বেপারী,

দিলের গাছে দাও চোখের পানি

সফল হবে দুনিয়াদারি।।



শরীয়ত সে বাগানের সার

তরীকত তার বসন্ত বাহার,

হাকিকতে পৌঁছতে হলে

যেতে হবে আপন ভুলে।।



মারিফাত তার শেষ মোকাম

চিন্তা কর ওরে মুসলমান

ইল্লাল্লাহর জিকির ছাড়া

মারিফাতের পথ পাবে না।।

মোর সাধন ভজন গেল বৃথা

পাইলামনা প্রাণ সখার দেখা

একবার যদি পাইতাম তারে

মনের কথা কইতাম রে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.