নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
-আলা হযরত রহঃ এর বিখ্যাত মুনাজাত
“এয়া ইলাহী হার জাগা তেরি আতা কা সাথ হো” এর বাংলা কাব্যানুবাদ -
কাব্যানুবাদ- শাহ্জাহান মোহাম্মদ ইসমাঈল ২৪/১১/১১
১। প্রভূ! আমি সব খানেতে তব দানের আশা রাখি,
বিপদকালে হয় যেন গো আসানকারী মোর সাথী।।
২। প্রভূ ওগো! ভুলে যাবো, মরণকালের সব ব্যথা
পাই যদি গো প্রশংসিত, সে প্রিয় মুখের একটু দেখা।।
৩।প্রভূ যবে মোর কবরে, আসবে নেমে আঁধার রাত,
সে প্রিয় মুখের শোভা যেন, হয় গো মম সুপ্রভাত।।
৪। প্রভূ! যেদিন দারুণ তৃষায় হবে, ওষ্টাগত জিহ্বা মোর,
সেদিন যেন মোর সঙ্গে থাকেন, দয়ালু সাকী কাওসারের।।
৫। প্রভূ ওগো! রোজ হাশরে যখন, সূর্য রবে শিরের প’র,
ছায়াহীন ঐ মহান নবীর, পতাকাতলে হোক মোর বাসর।।
৬। প্রভূ! যেদিন কঠিন তাপে ঝলসে যাবে এ বদন,
পাই যেন গো সে প্রিয়তমের, আঁচলের মৃদু সমীরণ।।
৭। প্রভূ যবে রোজ হাশরে!, খুলবে মোর আমলের খাতা,
ত্রুটি বিচ্যুতি গোপনকারী, হয় যেনগো মোর ছাতা।।
৮।প্রভূ! যবে পাপের ভয়ে বইবে মম অশ্রুনীর,
আশীষ হয়ে সংগে থাকে, মিষ্টি হাসি নূর নবীজীর।।
৯।প্রভূ আমার! কাঁদবো যখন, আমলনামা করে পাঠ,
পাই যেন গো মুক্তিদাতা মুরতাযারই শাফায়াত।।
১০। অযথা খুশীর অনুশোচনায়, কাঁদবো যবে আমি হায়!
ক্রন্দসী চোখে সুপারিশকারী সেথা যেন মোর সঙ্গে রয়।
১১। রোজ হাশরে দেখব যবে, মোর লাগামহীনতার সব বিষয়,
তাঁর লজ্জাবনত দৃষ্টি যেন, সেথায় আমার সহায় হয় ।।
১২। প্রভূ ওগো! চলবো যবে, তমসা ঘেরা পুলসিরাতে,
হাসেমী রবির আলোর দিশা, রয় যেন গো মোর সাথে।।
১৩। প্রভূ যবে! চলতে হবে, ক্ষুরধার ঐ অসির পথে,
“রাব্বি সাল্লিম” অভয়দাতা, দরদী সেজন রয় সাথে।।
১৪। প্রভূ আমি! চাইবো যখন, তব সকাশে নেক দোয়া,
হয় যেন মোর দোয়ার সাথী, পবিত্র মুখ ফেরেশতারা।।
১৫। রেযা যখন উঠাবো শির, ঘন ঘোর স্বপন হতে,
চেতনাকারী মোস্তফার প্রেম, জাগ্রত রয় মোর হৃদে।।
©somewhere in net ltd.