নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তোমাদের কী করে ভুলি??

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮



<<আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস>>
<<<জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তোমাদের কী করে ভুলি??<>>
যারা তাঁদের জ্ঞানের গভীরতা, প্রজ্ঞা-দূরদর্শীতা, অসাধারন মেধা ও মননশীলতা দিয়ে অর্জন করে নিয়েছিলেন জাতির সবটুকু শ্রদ্ধা-ভালবাসা ও অহংকার, আজ তাঁদেরকে সুগভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছি।
জ্ঞানের আকাশে উজ্জল নক্ষত্রের মত ছিল যাঁদের অবস্থিতি। কথায় ও কাজে, বিশ্বাস ও জীবনাচরণে যাঁরা ছিলেন সত্য ও ন্যায়ের পূজারী, আজ আন্তরিক ভক্তি ও ভালবাসায় তাঁদের স্মরণ করি।
দুর্বোধ্য বিশ্ব প্রকৃতির বুক চিরে মহাকাল ও মহাসমুদ্র মন্থণ করে যারা কুড়িয়ে এনেছেন সাহিত্য-দর্শন, ললিত কলা ও বিজ্ঞানের মহা মূল্য রত্ন সম্ভাররূপ অজস্র মনি মুক্তাহার, সুষমা মন্ডিত করেছেন আমাদের ভাষা, সাহিত্য ও জ্ঞান চর্চার ভূবনকে, তাঁদের চরণে সশ্রদ্ধ সালাম আর বিনয়াবনত প্রণতি।।
তাঁরা ছিলেন আমাদের সভ্যতা ও সংস্কৃতির বাতিঘর, অন্ধকার রাতে দীপ্যমান ধ্রুবতারা, উজ্জলতার দ্যুতিতে সহস্র মাইল দূর থেকেও সহজে দৃশ্যমান। দেশের মাটি ছাড়িয়ে দূর দেশেও বিস্তার লাভ করেছিল যাঁদের জ্ঞান-প্রতিভা-মেধা-প্রজ্ঞার অসামান্য খ্যাতি। জাতির সেই স্বর্ণ সন্তান শহীদ বুদ্ধিজীবীগণকে আজ সারা জাতি পরম ভালবাসা, গৌরব ও শ্রদ্ধাভরে জানায় সালাম।
সকল শহীদ বুদ্ধিজীবী পরিবারবর্গকে ও আমরা আজ আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আর চিরদিন সুখে-দুঃখে তোমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

<<আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস>>
<<<জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তোমাদের কী করে ভুলি??<>>
যারা তাঁদের জ্ঞানের গভীরতা, প্রজ্ঞা-দূরদর্শীতা, অসাধারন মেধা ও মননশীলতা দিয়ে অর্জন করে নিয়েছিলেন জাতির সবটুকু শ্রদ্ধা-ভালবাসা ও অহংকার, আজ তাঁদেরকে সুগভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছি।
জ্ঞানের আকাশে উজ্জল নক্ষত্রের মত ছিল যাঁদের অবস্থিতি। কথায় ও কাজে, বিশ্বাস ও জীবনাচরণে যাঁরা ছিলেন সত্য ও ন্যায়ের পূজারী, আজ আন্তরিক ভক্তি ও ভালবাসায় তাঁদের স্মরণ করি।
দুর্বোধ্য বিশ্ব প্রকৃতির বুক চিরে মহাকাল ও মহাসমুদ্র মন্থণ করে যারা কুড়িয়ে এনেছেন সাহিত্য-দর্শন, ললিত কলা ও বিজ্ঞানের মহা মূল্য রত্ন সম্ভাররূপ অজস্র মনি মুক্তাহার, সুষমা মন্ডিত করেছেন আমাদের ভাষা, সাহিত্য ও জ্ঞান চর্চার ভূবনকে, তাঁদের চরণে সশ্রদ্ধ সালাম আর বিনয়াবনত প্রণতি।।
তাঁরা ছিলেন আমাদের সভ্যতা ও সংস্কৃতির বাতিঘর, অন্ধকার রাতে দীপ্যমান ধ্রুবতারা, উজ্জলতার দ্যুতিতে সহস্র মাইল দূর থেকেও সহজে দৃশ্যমান। দেশের মাটি ছাড়িয়ে দূর দেশেও বিস্তার লাভ করেছিল যাঁদের জ্ঞান-প্রতিভা-মেধা-প্রজ্ঞার অসামান্য খ্যাতি। জাতির সেই স্বর্ণ সন্তান শহীদ বুদ্ধিজীবীগণকে আজ সারা জাতি পরম ভালবাসা, গৌরব ও শ্রদ্ধাভরে জানায় সালাম।
সকল শহীদ বুদ্ধিজীবী পরিবারবর্গকে ও আমরা আজ আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আর চিরদিন সুখে-দুঃখে তোমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.