নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

><সে মহাজনেরে জানাই কোটি সালাম><

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯


১। যারে একবার দেখলে ওরে!
দোযখ হয় চিরতরে হারাম,
সে মহা নবীজীরে জানাই সালাম।।
২। খোদ খোদা আর ফেরেস্তারা
সদা পঠান যাঁর তরে সালাম
সে মহা নবীজীর তরে দরুদ-সালাম।।
৩। যার নূরানি তনুরে দিত ছায়া
আকাশের ঐ মেঘমালা
সে মহা নবীজীর তরে
কোটি দরূদ সালামের ডালা।।
৪। যাঁর আঙ্গুলের এক ইশারাতে
চাঁদ ভাগ হয় দুই টুকরাতে
অস্তমিত সূর্য আসে ফিরে
সালাম সে মহা নবীজীরে।।
৫। বনের পশুরা চিনত যাঁরে
মনের দুঃখ দিত প্রকাশ করে
পাথর যাঁর নামের কলেমা পড়ে
সালাম সে মহা নবীজীর তরে।।
৬। মৃত খেজুর শাখা কাঁদে যাঁর প্রেমে
পোড়া খেজুর থেকে তাজা গাছ জন্মে
বীজছাড়া খেজুর রূপ নেয় গাছে
সালাম সে মহা নবীজীর কদমে।।
৭। যাঁর নামটা আছে কলেমায়
আযানের ধ্বনি যে নামের গুন গায়
যে নাম লেখা আছে সব হুরদের গায়
কোটি সালামের ফুল সে মহাজনের পা’য়।।
৮। যে নাম লেখা আরশের গা’য়
বেহেস্তি সব জিনিষের ‘পরে
যে প্রিয় নামে সবে দরূদ পড়ে
কোটি সালাম সে মহাজনের তরে।।
৯। সব নবীদের যিনি ঈমাম
লা মোকামের হন মেহমান
মকামে মাহমুদে যাঁর অবস্থান
সে মহা নবীজীরে জানাই সালাম।।
১০। পাপী উম্মতের তরে মহা দয়াবান
মাফ করো সবে ওগো রহমান
রব তুলবেন হাশর ময়দান
সে মহাজনেরে জানাই কোটি সালাম।।
১১। মিজানের সামনে রবেন দন্ডায়মান
আবে কাওসার’র যিনি মেজবান
পুলসিরাতে উম্মতের নিগাবান
সে মহাজনের কদমে কোটি সালাম।।
১২। যার সম্মানে জগতের সব কবি
এঁকে যান তাঁর জীবন ছবি
অধম নাযাতের আশায়
সে মহাজনের গুণগান গাই
কোটি সালাম সে মহাজনের পা'য়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.