নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

একটা উর্দু নাতের এর বাংলা কাব্যানুবাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

naate mustafa saw এর বাংলা কাব্যানুবাদ < শাহজাহান মোহাম্মদ ইসমাইল >
১। প্রিয় মুস্তাফার দরজায়,
থাকবো পড়ে আমি হায়,
আসবে কাজে পড়ে থাকাটাই,
নাজানি কখন খুলবে আমার
তালাবদ্ধ ভাগ্যের দুয়ার?
নসীব হবে সালামি দেবার।।
২। প্রিয়তমের অমতে কিছু হয়েছে না হবে?
না কোন প্রেমিক তা পেরেছে কবে?
খোদ খোদাও হাজির থাকবেন সেথা
মনে রেখো ঐ উঁচু মাকাম যথা।।
৩। করেই যাবো মোর নিবেদন
আশা যতদিন না হয় পূরণ,
আশার এ রাতির কভূ না হবে ভোর
এ নিবেদন কভূ শেষ হবে না মোর।।
৪। নবীজীর প্রেমে মরে যে হৃদয়
জেনে রাখো তার কি পরিচয়?
মুখে তার সদা নবীজীর নামের
দরূদ রবে, সালাম রবে।।
৫। এ আশাতেই আছি বেঁচে হায়,
বাঁচিয়ে রেখেছে এ আশাটাই,
তব দয়ার দৃষ্টি না হলে পরে
এ জীবন মোর রাখা বড় দায়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.