নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ফটিকছড়ির মাইজভান্ডার গ্রাম,
বেলায়েতের মহা পুণ্য ধাম
সে পাক বসতিতে জন্ম নিলেন,
বাবা ভাণ্ডারী গোলামুর রহমান।।
জন্ম তাঁর ১৮৬৫ সালে
সোমবার প্রত্যুষ কালে,
তাঁর শুভ জন্মে সৃষ্টিকুল
হাসে মহা হরষে।।
১৪ অক্টোবর, ২৯ আশ্বিন,
বাবা ভাণ্ডারীর শুভ জন্ম দিন,
বাবা ভাণ্ডারীর শান মহান,
গাউসিয়তের শীর্ষে অধিষ্ঠান।।
জন্মদিনেই রোজা রাখেন,
আর আযানের জবাব দেন
বাবাজানের গুণের কথা,
লোক মুখে ফিরে সদা
আকাশের তারকার সমান
কারামত তাঁর অসংখ্য অগনন।।
৭১ বছর ৭ মাস ছিলেন বাবা দুনিয়াতে,
মুরীদানদের ভয় নাই, দুনিয়া আর আখিরাতে।
ধর্ম ভেদ নাই তাঁর দরবারে, হয় জিয়ারত দিনে রাতে
দুঃখী মানুষ বাবার দরবার থেকে, ফিরে না কভূ খালি হাতে।।
অধম ইসমাঈল! করি নিবেদন, বাবা ভাণ্ডারীর পাক কদমে,
স্বপন মাঝে দেখা দিয়ে, ধন্য করো এ নাদানে।।
বাবাজানের গুরু খাস জহুরী, আবু শাহ্মা সালেহ লাহোরী,
গাউসে জিলানীর ফয়েজধারী, গাউসুল আযম বাবা ভান্ডারী।।
মদিনাওয়ালার নুরের ঝলক, আয় দেখে যা, মাইজভান্ডারে!
গাউসুল আযম বাবা ভান্ডারীর, ফয়েজ জারী শত ধারে।।
©somewhere in net ltd.