নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

<মেরে ভিরদে লব হায় নবী নবী> বিখ্যাত উর্দু নাতের কাব্যানুবাদ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

<<মেরে ভিরদে লব হায় নবী নবী>>
একটা বিখ্যাত উর্দু নাতের বাংলা কাব্যানুবাদ
-শাহজাহান মোহাম্মদ ইসমাঈল

১। মুখে সদা জপি প্রিয় নবীজীর (দঃ) নাম
অন্তরে আছে মম সে প্রিয়তমের ধাম
নবীজীর (দঃ) প্রেমের রোগী আমি
মোর রোগের নিদান দেবেন তিনি।।

২। আনাগোনা মোর ঐ গলিতে
যেথা সব নবী চলেন নত শিরে
খোদার রহম যেথা সদা ঝরে
যিনি আরশেওয়ালার খুব নিকটে

৩। মহা ধনী আজ আমি, মহা সম্মানিত
দুই ভূবনের বাদশাহ'র দ্বারে উপনীত
মোস্তাফার দ্বারের ভিখারি আমি
জগত মাঝে তাই হয়েছি দামী।।

৪। দুঃখে বিপদে মোর জীবন অসার
ত্বরাবে মোরে, কে আছে আমার??
ওগো তুমি ছাড়া এ জগত মাঝে
বাঁচাবে মোরে এমন কে আছে??

৫। সেদিন ছিল কত মহিমান্বিত!!
সব ফেরেস্তা ছিল সিজদাবনত
সেটা ছিল মোর মহাউথান
দেখ এ প্রশ্ন কত বেমানান??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.