নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

<আত্ম জিজ্ঞাসা>

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২


পড়ে কি মনে,
কোথায় তুমি ছিলে?
এখানে কেমন করে এলে?
না না, কিছুই আমার নেই মনে।।
একশো বছর আগে
কোথায় ছিল তোমার আবাস?
আর একশো বছর পরে
কোথায় হবে তোমার ঠিকানা??
না না, আমি তার কিছুই জানিনা।।

হয়তোবা ঠাঁই হবে কোন গোরস্থানে
নয়তো সমুদ্র কিংবা ডাষ্টবিনে
আমার কংকাল দিয়ে বানাবে রকেট
বাষ্পীয় ইঞ্জিন কিংবা রঙ্গিন কাগজ
কিছুই আমার নাই জানা,
না আমি কিছুই জানিনা।।
এ পৃথিবীর বেলাভূমে
এলাম কেন, কোন ভুলে??
এসেছি যখন ভবে
কেন চলে যেতে হবে?
না না আমি যাবো না,
যেতে আমি চাই না।।
দুদিনের তরে এসেছি হেথায়
হারিয়ে যাব কখন কোথায়??
কে-ই বা জানে?
কেউ কি জানে?
তবে কী শুধুই আসা-যাওয়া?
দুদিন পরে সবি হাওয়া??
খেলছে কে এ নিঠুর খেলা?
বলে দাও আমায় বিদায় বেলা।

তবে কী আমি এক
পথহারা শ্রান্ত পথিক
জানা নেই পথের দিশা?
আছে শুধু অন্তহীন পথচলা।
তাহলে এটাই কী
আমার অমোঘ নিয়তি?
কি আমার পরিচয়?
কোথায় বাড়ী, কোথায় ঘর?
কিছুই তো আমি জানিনা
কিছুই যে জানা হলোনা??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.