নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
যাযাবর পাখী মোরা,
এসেছি বহু দেশ ঘুরে
তোমাদের দেশে,
একটু আশ্রয়ের তরে
আবাস মোদের সাইবেরিয়ায়
জঠর জ্বালায় এসেছি হেথায়
হায়রে ব্যাধের শর!
ছুটে আসে পর পর
নির্মম আঘাত হানে
নির্জিব লুটায়ে পড়ি মৃত্যু বাণে।।
আবার কেউবা ফাঁদ পেতে
ধরে নিয়ে যায় ফুটপাতে
কিংবা নগরীর ব্যস্ত সড়কের ধারে
ওরা আমাদের বিক্রি করে
দাম খুব বেশী না
শুধু সাহেবদেরই হয় কেনা
কারন তাদের চাই
তাজা পাখীর মাংস ভূনা
ভূরি ভোজের আকর্ষণে
ওরা আমাদের ধরে আনে।।
দূরে বহূ দূরে আমাদের বসতি
আমরাতো কারো করছি না ক্ষতি
পোকা-মাকড় খেয়ে সাফ করি
পরিবেশের সুরক্ষা করি
আর করি শোভা বর্ধন
কবি লেখকের মনোরঞ্জন।।
তাই সবিনয়ে বলি...
শোন হে মানুষ ভাই,
মেরো না মোদের!খোদার দোহাই!!
এসেছি দুদিনের তরে
শীঘ্রই যাবো ঘরে ফিরে।।
©somewhere in net ltd.