নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

হইল না মোর সাধন ভজন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

ও মুর্শীদ! হইল না মোর সাধন ভজন
সেবিতে তোমার পাক চরণ
ও মুর্শীদ! তুমি সিরিকোটের মানিক রতন
তুমি এ ভবে আরেফ কুল ধন
আমায় ছাইড় না তুমি একলা পথে
সব নিবে লুটে,ছয় ডাকাতে
তখন আমার হে কি ঊপায়??
দয়াল মুর্শীদ!সিরিকোটি শাঁই
ও মুর্শীদ! আমি তোমার প্রেম ভিখারি
ভিক্ষার আশায় বসে আছি
তোমার দরগাহের দরজায়
শুধু একটু প্রেম ভিক্ষা দাও আমায়
দাওনা দয়াল তোমার প্রেমের শরাব
দিদার বিনে অন্তর পুড়ে হইল কাবাব
তব দিদার দাওগো মোরে
ক্ষমা কর যত অপরাধ ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.