নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আধুনিক কবি
মুক্ত ছন্দের কবি আমি
ছন্দ মিলের চেয়ে ভাবনা
আমার কাছে বেশী দামী
আমি এ যুগের কবি
ছন্দ না মিলিয়ে এসো
মুক্ত ছন্দে কবিতা লিখি।
মনের সব ভাবনা
কলমের আঁচড়ে আঁকি
কেউ যদি ভাল নাও বাসে
কি এসে যায় তাতে??
সবাইকে ভালবাসা দিয়ে যাবো
ভালবাসার ফুল ফুটিয়ে মালা সাজাবো
আমার প্রেয়সীর কথা আমি লিখে যাবো
যতই হোকনা সে স্বভাবে মুখ চোরা
তাকে আমি চিরদিন ভালবেসে যাবো
কিছুই ভাবিনা আমি কবিতা ছাড়া।।
কবিতা আমার প্রথম প্রেম
আমার প্রথম ভালবাসা
কবিতার পংক্তিতে ভাবের মরাবাঁচা
শব্দের কারিগর আমি
শব্দ দিয়ে স্বপ্ন বুনে চলি
ছন্দের কারাগার থেকে
ভাবনা ছিনিয়ে আনি
নিটোল প্রেমের স্বাদ আমি কবিতায় পাই
কবিতা ছাড়া আর কোন দ্বিতীয় ভালবাসা নাই।।
আধুনিক শব্দ সৈনিক আমি
ভাবের বেদীমূলে
ছন্দ মিলের দেই কুরবানি।।
©somewhere in net ltd.