নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
মাছি আর মৌমাছি দুজনেই মাছি
কিন্তু ভিন্ন তাদের কাজের গণ্ডি
একজন রোগ ছড়ায়, যন্ত্রণা বাড়ায়
আরেকজন হুল ফুটায়,
রোগের ঔষধ বানায়।।
একজন বসে সর্বত্র
আর ভ্যান ভ্যান করে দিবারাত্র
বহু ভোজী সে, বহু গামী
দ্বিধাহীন নির্বিকার চিত্ত
নোংরা ময়লা আবর্জনা
কোন কিছুতেই নেই মানা
সবখানে বসে সে শুধু
রোগের জীবাণু ছড়ায়।।
আর দেখো মৌমাছি
কেমন তার কারসাজি?
ফুলের মাঝে হুল ফুটায়
অমৃত রসে ঘর ভরায়
সুবাসিত নানা ফুলে
অবাধে বিচরণ করে
কখনও ভুলে
যায় না সে মলে
এমনি নিখুঁত তার দৃষ্টি
সদা ব্যস্ত জীবনে সে
সবার মঙ্গলাকাংখী
তাই আমি হতে চাই মৌমাছি।।
©somewhere in net ltd.