নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
<<আধুনিক কবি আমি>>
মুক্ত ছন্দে বিশ্বাসী আমি,
এক আধুনিক কবি
ছন্দ মিল তাই খুব কম বুঝি
ছন্দ মিলাতে গেলে ভাবে মিলে না
ভাবের কথা লিখতে গেলে ছন্দ টিকে না
কবিতা লেখা এত কঠিন
আগে জানতাম না।।
ভাবনার ফেরিওয়ালা আমি
বুঝিনা তাই ছন্দের বেসাতি
আমি সব বন্ধন থেকে মুক্তি চাই
ছন্দের বাঁধনে মুক্তি কোথায়??
আধুনিক কবি আমি
নই কোন ছন্দের দাস
ছন্দের গ্যাঁড়াকলে পড়ে
ভাবনাগুলো করে হাঁসফাঁস
আমি মুক্ত ছন্দ, মুক্ত বিহঙ্গ
ভাবনার আকাশ রাখিব,
সব ছন্দের দ্বন্দ মুক্ত।।
আমায় ছন্দের আবরণে বেঁধে দিও না
আবেগের মুক্ত প্রকাশকে বাধা দিও না
আধুনিক কবি আমি
অন্ত্যমিল নাহি মানি।।
তাই এসো সবে মুক্ত ছন্দে কবিতা লিখি
ভাষার সংগ্রাম সেই কবে হয়েছে শেষ
তাই এসো সবে মিলে নতুন যুদ্ধে নামি
কারন ভাবনার নেই কোন শেষ
ছন্দ মিলের দিন হয়ে যাক শেষ।।
©somewhere in net ltd.