নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
উস্তুনে হান্নানাহ আল্লামা জামী রহঃ
শাহ্জাহান মোহাম্মদ ইসমাঈল ২৭-০৮-১১
শুষ্ক খেজুর কান্ড কাঁদে নূর নবীজীর বিরহে
ভরা মজলিসে সে কান্না শুনতে পেল সকলে
উৎসুক সব সাহাবীরা অবাক তাকায়,
নিষ্প্রাণ খেজুর কাণ্ড, কাঁদছে কেন হায়?
শুধালেন নবীজী দঃ, “ওহে স্তম্ভ কাঁদছ কেন? কি চাও তুমি?”
স্তম্ভ কহে, “তব বিরহ ব্যথা, কেমনে সইবো আমি?”
হেলান দিতেন আপনি আমার গায়
ত্যাজি মোরে আজ মিম্বরে নিলেন ঠাঁই
কীবা দোষ হয়েছে মোর জানিতে চাই?”
রাসুল কহেন, “কোন দোষ নয়, খেজুর কাণ্ড ওরে!
দুঃখ করো না তুমি কেঁদে কেঁদে,
চাও কি তুমি অমর বৃক্ষ হতে ভবে?
লোকে তোমার ফল খাবে ছিড়ে
নাকি চাও স্থায়ী জীবন পরকালে?”
কান্ড কেঁদে কয়, “এ দুনিয়া নাহি চাই
পরকালে তব পদে ঠাঁই যেন পাই”।
ধন্য ওগো উস্তুনে হান্নানা
ধন্য তব জীবন খানা।
নূর নবীজীরে ভালবেসে করলে যবে কান্না
কবুল করলেন নবীজী তোমায়
সার্থক তব জীবন খানা।
সূত্র -
মসজিদে নববীতে রাসুলাল্লাহ (দ) একটি খেজুর গাছের শুকনা কাঠের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন । দিনে দিনে মসজিদে নববীতে মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে,পিছনের সাহাবীদের জন্য খোতবা শুনা কষ্টকর হয়েপড়ে।ফলে মদিনার এক আনসারী সাহাবী একটি মিম্বার তৈরী করলেন। আল্লাহর রসুল যখন সেই নতুন মিম্বরে উঠে খোতবা দেওয়া শুরু করলেন, তখন উপস্তিত সাহাবাগন ছোট বাচ্চার কান্না আওয়াজ শুনতে পায়। তখন নবীজি মিম্বর থেকে নেবে,সেই খেজুর গাছের নিকটে গিয়ে,খেজুর গাছটিকে প্রশ্ন করলেন,তুমি এই ভাবে কান্না করছ কেন? উত্তরে সেই খেজুর গাছটি বলতে শুরু করলেন, হুজুর আপনি আমার উপর হেলান দিয়ে আর কোনদিন খুতবা দিবেন না তা আমি সহ্য করতে পারছিনা। আল্লাহর রসুল তাকে বুকে জড়িয়ে সান্তনা দিলেন এবং জান্নাতে নবীর সাথে থাকার সুসংবাদ দিলেন।এবং উপস্তিত সাহাবাদেরকে নির্দেশ দিলেন,তাকে যেন নতুন মিম্বরের নিচে দাফন করা হয় ।
সুবহানাল্লাহ
( ইবনে মাজাহ হাদিস নং ১৪১৫, ফাতহুল বোখারী নং হাদিস ৩৯৯)
©somewhere in net ltd.