নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

প্রেমের পথে এইতো নীতি

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৪

জ্বালাও তোমার দিলের বাতি,
দূর হয়ে যাক আঁধার রাতি
সদা মনে তাঁর প্রেমারতি
প্রেমের পথে এইতো নীতি ।।

কাঁদলো আদম আঃ ৩০০ বছর
চোখের পানির বইলো নহর
বললো, "প্রভূ জালিম আমি
ক্ষমা কর ওগো! দয়াল স্বামী"।।

আইয়ুব নবীর আঃ দেহটিরে
কুরে খায় লক্ষ কীটে
মুখে কভূ উহু না করে
সে প্রিয় নামের জিকির করে।।

ইউনুস নবী আঃ মাছের পেটে
সে প্রিয় নামের তসবীহ জপে
গভীর গহীন আঁধার জলে
ভয় না পেয়ে তাঁরে ডাকে।।

ইব্রাহিম নবী আঃ তাঁর প্রেমে ব্যাকুল
নমরুদের আগুনে করলেন কবুল
সে আগুেনর সাধ্য কি আর?
নিভায় প্রেমের হুতাশনে।।

ইসমাঈল আঃ শুনে প্রভুর বাণী
খুশীতে হলেন কোরবানী
জিবরাঈল এসে বলেন, "ওরে!
আশেক কভু মরে নারে।।"

ঈসা মসীহ আঃ হাসি মুখে
ক্রুশের আঘাত নিলেন বুকে
তবুও সে প্রিয় নাম না ভুলে
আসবো আবার গেলেন বলে।।

শোন আমার নূর নবীরে দঃ
কত জুলুম করল কুরাঈশ গণে
মারল পাথর তায়েফের মাঠে
দান্দান শহীদ ওহূদ রণে।।

তবুও নবীজী দঃ বলেন,
উম্মতি! উম্মতি!! উম্মতি!!!
বুঝলো নারে আমার জাতি
ক্ষমা কর তাদের তুমি।।


বিষ দিল এক ইহুদি নারী
তারে ক্ষমা করে দিলেন ছাড়ি
এসব তাঁর প্রেমের কারনে
কষ্ট সহেন সব নবীগণে।।

মদিনার দুই ঈহুদী কন্যা
যাদু করল মোর নবীরে
তাদের কেউ পেল না সাজা
প্রভুর প্রেমের এমন মজা।।

হায়রে বেলাল মরুর মাঝে
তপ্ত ধুলায় লুটিয়ে কাঁদে
আহাদ নামের মিষ্টি শুধা
কভুও সেযে ভুলতে নারে।।

আরেক আশেক ওয়াইজ করনী
নবীজীর প্রেমে কাটান দিন রজনী
সকল দান্দান শহীদ করে
বলেন প্রেমের সখ মিটেনি।।

আশেক ছিলেন মনসুর হাল্লাজ
প্রেমের আকাশে শিকারি বাজ
হাসি মুখে চড়লেন শুলে
দেহ ভস্ম আল্লাহ্‌ বলে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.