নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

হায়রে আধুনিকতা!! শত ধিক তোরে!!!

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:০২


ব্যক্তিগত প্রয়োজনে অযীফার কিতাব কিনতে গিয়ে আমার যে ভয়াবহ অভিজ্ঞতা হল তা বন্ধুদের সাথে শেয়ার করছি।
পবিত্র শবে বরাতের কয়েক দিন আগে গেলাম আন্দর কিল্লার বই পড়ায়। উদ্দেশ্য কয়টা অযীফার কিতাব কিনে নিয়ে প্রিয়জনদের গিফট দেব। অযীফার কিতাব কিনবার সময় দেখলাম, সবগুলা অযীফার কিতাব বাংলা বই পড়ার নিয়মে ছাপানো হয়েছে। যার বাম দিক থেকে পড়া শুরু করতে হয়। অযীফা গুলো প্রকাশ করেছেন, দেশের বিভিন্ন নামজাদা প্রকাশনী। অনেক খুঁজে ঢাকার এক প্রকাশকের ছাপানো অযীফার কিতাব কিনলাম। যেটা গতানুগতিক ধারা কে চ্যালেঞ্জ করে বহু শতাব্দী প্রাচীন আরবি নিয়ম অনুসরণ করে ছাপানো হয়েছে। যার লেখার আকার (ফন্ট) বড় ,সাথে আরবী উচ্চারণ ও বাংলা অনুবাদ দেয়া আছে। খুশীমনে ঐ অযীফার কিতাব কিনে বাসায় ফিরে এলাম।
বাসায় আসার পথে রিক্সায় বসে শুধু ভাবছি আর ভাবছি। হায়রে ডিজিটাল যুগ!! টাকার ধান্ধায় পবিত্র কুরআনের বহুল প্রচলিত ও সর্বজন স্বীকৃত পাঠরীতি কে পাল্টে দেয়া হলো!!!!!
এ কোন ফেরাউনের যুগে আমরা বাস করছি??

বিশ্বের একমাত্র অবিকৃত সুপ্রাচীন ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনের প্রচলিত ও স্বীকৃত পাঠরীতি বেমালুম পাল্টে দেয়ার এ অধিকার প্রকাশকদেরকে কে দিল?? মহাগ্রন্থ কুরআনুল করীমকে নিয়ে এহেন ঘৃণ্য অপকর্মের দুঃসাহস এরা পায় কোথায়???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.