নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
বলেন প্রভূ, “মুসা ওরে!
শান্ত হও; বন্ধু প্রিয়ে!!
তুমি আমায় দেখবে না,
এ কথা কেন বোঝ না
এটাই আমার বিধি
করছ কেন পাগলামি
তুর পাহাড়ের দিকে তাকাও
যদি কিছু দেখতে পাও।
এটাই বিধির বিধান
সবার তরে এক সমান।
২| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:১৭
এস এম ইসমাঈল বলেছেন: তারপর
.....
দিলেন প্রভু তাজাল্লি,
ছাই হল তুর পাহাড়ের মাটি,
নবী মুসা পুড়লেননা
কেমন আজব ঘটনা!!
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৫ ভোর ৪:৩৯
হানিফঢাকা বলেছেন: তারপর?