নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

হযরত গাউসে পাক রহঃ এর প্রামাণ্য জীবনী গ্রন্থ ‘বাহজাতুল আসরার’ প্রসঙ্গে ওহাবী গুরু ইবনে তাইমিয়ার অভিমত

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৭

হযরত গাউসে পাক রহঃ এর প্রামাণ্য জীবনী গ্রন্থ ‘বাহজাতুল আসরার’ প্রসঙ্গে ওহাবী গুরু ইবনে তাইমিয়ার অভিমত
হযরত গাউসে পাক রহঃ এর প্রামাণ্য জীবনী গ্রন্থ ‘বাহজাতুল আসরার’ (৭১৩ হিযরী/১৩১৪ ইং) সনে আল্লামা নুরুদ্দিন সাতনুফী রহঃ এর লেখা। এ কিতাবে সরাসরি সাক্ষীর মাধ্যমে হযরত গাউসে পাক রহঃ এর কারামত সমূহ বর্ণিত হয়েছে। এ কিতাবের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ইবনে তাইমিয়া (৭২৮হিযরী/১৩২৮ইং) বলেন, "বিশ্বাস যোগ্যতা প্রমাণের জন্য যা দরকার তার সবই এ বর্ণনাগুলির মধ্যে রয়েছে"। (সূত্র – ইসলামী বিশ্বকোষ প্রথম খন্ড, পৃষ্টা # ২৯-৩১)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

২| ২০ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩১

এস এম ইসমাঈল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, জনাব প্রামানিক।

৩| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:২৯

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.