নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

হযরতুল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর একটি কারামতঃ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

শাহেনশাহে সিরিকোট,গাউসে জামান,রাহনুমায়ে শরিয়ত ওয়া তরিকত, বানীয়ে জামেয়া আহমদিয়া সুন্নীয়া, মুহিয়ে দ্বীন ওয়া মিল্লাত হযরতুল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর হাজার-লক্ষ কারামত এর মধ্যে একটি কারামতঃ——–

“শাহেন শাহে সিরিকোট সবসময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন ।কোন কারামত যদিওবা তার জীবদ্দশায় প্রকাশ হয়ে যেত,তিনি খুব পেরেশানগ্রস্থ হয়ে পড়তেন সেটাকে আড়াল করার জন্য,যেটা ছিল তার সবচেয়ে বড় কারামত ।এমনই এক কারামত এর কথা আমাদের বর্তমান হুজুর কিবলা গাউসে জামান,রাহনুমায়ে শরিয়ত ওয়া তরিকত,হাদীয়ে দ্বীন ওয়া মিল্লাত হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ছাহেব কিবলা (মাদ্দাজিল্লুহুল আলী)এর বড় সাহেবজাদা হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মাদ কাশেম শাহ্ (মাদ্দাজিল্লুহুল আলী)র ভাষ্যমতে বর্ণনা করব ইনশাল্লাহ্ । সিরিকোট শরীফে একটা সময় ছিল যখন সেখানে পানির কোন ব্যবস্থা ছিল না ।(সুবহানাল্লাহ) পাহাড়ের অনেক নিচের থেকে এত উপরে কাধে বহন করে কিংবা কোন কোন সময় গাধার পিঠে করে ওযু-গোসল ও খাওয়ার পানি আনতেন আমাদের প্রান প্রিয় মুরশিদে করীম ” গাউসে জামান,রাহনুমায়ে শরিয়ত ওয়া তরিকত,হাদীয়ে দ্বীন ওয়া মিল্লাত হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ছাহেব কিবলা (মাদ্দাজিল্লুহুল আলী)।,পানি আনতে আনতে হুজুর কিবলা (মাদ্দাজিল্লুহুল আলী) অনেক সময় ক্লান্ত-শ্রান্ত হয়ে যেতেন,একদিন পাহাড়ের অনেক নিচে থেকে ওযুর পানি নিয়ে আসলেন হুজুর কিবলা(মাদ্দাজিল্লুহুল আলী) ।, শাহেনশাহে সিরিকোট(রাদিয়াল্লাহু তায়ালা আনহু) বসলেন ওযু করতে ।

বড় নাতির এহেন কষ্ট ও রিয়াযত দেখে তার রহমতের দরিয়ায় জোশ এসে গেল । হঠাৎ ডান হাত মুবারকের তালু দিয়ে মাটিতে মারলেন এক সজোড় থাবা ।বলে উঠলেন –‘ইস জাগাহ সে পানি নিকলে,ইহা সে পানি চাহিয়ে’ ।, অর্থাৎ “এ জায়গা থেকে পানি বের হবে,এখান থেকে পানি চাই” ।(সুবহানাল্লাহ্) আজ সিরিকোট শরীফে আর কোন পানির অভাব নাই ।আর আশ্চর্যর কথা হল যেখানে শাহেনশাহে সিরিকোট (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর হাত মুবারকের তালু পড়েছিল ঠিক সে স্থানে আজ গোটা সিরিকোট শরীফের পানির মেইন পাইপ ।[‘কে বলে আল্লাহর অলী কিছু দিতে পারেন না’ আল্লাহর গোটা ভান্ডার তো আল্লাহ উনাদেরকেই দান করে দিয়েছেন’ ।, এখন মনে হয় নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর আওলাদের যদি এই অবস্থা হয়,তাহলে খোদ হাবীবে কিব্রিয়া (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কি অবস্থা হতে পারে? এটা আমাদের মত গুনাহগারদের মাথায় কিয়ামাত এর ফজরেও আসবেনা ।যা কিনা খোদা রাব্বুল আলামিন্ই ভাল জানেন তার হাবীবের অবস্থা] ।, যাই হোক ওই জযবার হালতে শাহেনশাহে সিরিকোট(রাদিয়াল্লাহু তায়ালা আনহু)আরো বলে উঠলেন এখানে সড়ক হবে অনেক গাড়ী আসবে । কারন তখন সে জায়গা ছিল দূর্গম পাহাড়ী রাস্তা ।আর সেখানে গাড়ী ওঠা নামা করাও ছিল অবাস্তব অথচ আজ শাহেনশাহে সিরিকোটের সেই ভবিস্যৎ বাণীই দিবালোকের সু্র্যের ন্যায় স্পষ্ট ।এখন সিরিকোট শরীফের এমন কোন জায়গা নাই যেখানে রাস্তাঘাট নাই (সুবহানাল্লাহ) এবং যোগাযোগ ব্যবস্থা গোটা পাকিস্তান হতে এখন সেখানে অনেক উন্নত,এ জন্যই তো আল্লামা শেরে বাংলা(রহমতুল্লাহি আলাইহি)শাহেনশাহে সিরিকোট(রাদিয়াল্লাহু তায়ালা আনহু)কে নিয়ে বলেন “ফয়েজ জারী তা-ক্বি্যামত মান্দ আয্ জাতশ্ বক্বা,ইঁ ছখুন্ বাওয়ার কুনদ্ আঁ ক্ছ বুয়দ্ আহ্লে ছফা”।যাই হোক এ এক আলিশান অবস্থা এখন সিরিকোট শরীফে,যা কিনা কেউ সিরিকোট শরীফ না গেলে বুঝতে পারবেনা ।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হলেও আমাদের পীর মূরশিদ ও উনাদের সেই পবিত্র জন্মভূমি যিয়ারত করার তাওফিক দান করুক (আমিন)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.