নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

বড়পীর হযরত গাউসুল আযমের রহঃ পরিবার বর্গ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

বড়পীর হযরত গাউসুল আযমের রহঃ পরিবার বর্গ
ইবাদাতে বিঘ্ন ঘটার আশংকায় তিনি প্রথম জীবনে বিবাহ শাদীর ঝামেলায় জড়াতে চান নি। কিন্তু পরে নূর নবীজীর নির্দেশে তিনি পর পর চারটি শাদী করেন। ঘরে আনেন ৪ জন পূন্যবতী সুশীলা সৈয়্যদজাদী কে। এদের গর্ভে তাঁর ২৭জন পুত্র ও ২২ জন কন্যা সন্তান জন্ম নেয়। তাঁরা হলেন ঃ
১। বিবি সাদিয়া (রহঃ) এর ৬ পুত্র
২। বিবি মদিনা (রহঃ) এর ৪ পুত্র
৩। বিবি মুমেনা (রহঃ) এর ৭ পুত্র
৪। বিবি মাহবুবা (রহঃ) এর ১০ পুত্র
ইতিহাসে তাঁর ১১ জন পুত্র সন্তানের নাম পাওয়া যায়, তাঁদের সবাই পিতার পদাঙ্ক অনুসরণ করেন বলে বাহজাতুল আসরার গ্রন্থে উল্লেখিত হয়েছে। এরা হলেন ঃ
১। হযরত আবদুল ওয়াহহাব (রহঃ)
২। হযরত আবদুল জব্বার (রহঃ)
৩। হযরত ঈসা (রহঃ)
৪। হযরত আবদুল্লাহ (রহঃ)
৫। হযরত ইব্রাহিম (রহঃ)
৬। হযরত ইয়াহইয়া (রহঃ)
৭। হযরত আবদুর রাজ্জাক (রহঃ)
৮। হযরত মুহাম্মদ (রহঃ)
৯। হযরত মুসা (রহঃ)
১০। হযরত আবদুল আযীয (রহঃ)
১১। হযরত আবদুর রহমান (রহঃ)
দুর্ভাগ্যবশত তাঁর কোন কন্যার নাম জানা যায় নি।
মহান রাব্বুল আলামীনের দরবারে আমাদের সকাতর প্রার্থনা – হে প্রভূ যাঁর নেক দৃষ্টির উসীলায় সামান্য এক চোর কোন রকম চেষ্টা বা সাধনা ছাড়াই আবদালে পরিণত হয়েছিল, তোমার সে মহান বন্ধুর খাতিরে রহমতের দৃষ্টি দ্বারা সব সময় আমাদেরকে আবৃত করে রাখো। যাঁর শুভ ইচ্ছায় মৃত ব্যক্তি নূতন জীবন লাভ করেছিল, তাঁর পবিত্র নামের উসিলায় তুমি আমাদের মৃত কলবকে পুনরায় জীবিত করে দাও। যাঁর নেক দোয়ার বরকতে তুমি নিঃসন্তান কে সন্তান দ্বারা ধন্য করেছিলে, সে পূণ্যবান সত্ত্বার বদৌলতে তুমি আমাদেরকে বেহেশত দান কর। আমীন। সুম্মা আমীন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.