নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

জিলহজ্জ মাসের আমাল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

জিলহজ্জ মাসের আমাল

১। পবিত্র হাদীস শরীফে আছে, এই মাসের প্রথম ১০ দিনের প্রতি রাতে বিতির নামাজের পর দুই রাকাত নফল নামাজ পড়া যায়। প্রতি রাকাতে সুরা কাওসার ৩ বার ও সুরা ইখলাস ৩ বার করে পড়তে হবে। যে কেউ এ নিয়মে দুই রাকাত নফল নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে মকামে ইল্লিনে প্রবেশ করাবেন এবং তাকে প্রত্যেক কেশের বদলে এক হাযার নেকী ও এক হাযার দিনার সদকা করার সওয়াব দান করবেন।
২। পবিত্র হাদীস শরীফে আছে, এই মাসের যে কোন শেষ চার রাকাত নামাজ পড়া যায়। প্রতি রাকাতে আয়াতুল কুরসী ৩ বার, সুরা ইখলাস ৩ বার, সুরা ফালাক ১ বার ও সুরা নাস ১ বার করে পড়তে হবে। যে কেউ এ নামাজ আদায় করবে সে এক হজ্জ এবং নবীয়ে কারীম দঃ এর জিয়ারত ও জিহাদের সওয়াব পাবে। তার যে কোন দোয়া আল্লাহ্‌ পাক পূর্ণ করবেন।
এ নামাজ জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রতি রাতে পড়লে আল্লাহ্‌ পাক তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দেবেন এবং এক হাযার পাপ দূর করে দেবেন।
৩। পবিত্র হাদীস শরীফে আছে, এ মাসের জুমা বারে ৬ রাকাত নামাজ পড়া যায়। প্রতি রাকাতে সুরা ইখলাস ১৫ বার করে পড়তে হবে। যে কেহ এ নামাজ পড়বে আল্লাহ্‌ পাক তাকে প্রথমে বেহেশতে প্রবেশ করাবেন।
৪। পবিত্র হাদীস শরীফে আছে, এ মাসের ৮ তারিখ দিনগত রাতে ২ রাকাত নামাজ পড়া যায়। প্রথম রাকাতে আয়াতুল কুরসী ১০০ বার, দিত্বীয় রাকাতে সুরা ইখলাস ১০০ বার করে পড়তে হবে। যে কেহ এ নামাজ পড়বে কিয়ামতের দিবসে আল্লাহ্‌ পাক তার সব গুনাহ-খাতা মাফ করে দেবেন। এবং তার সঙ্গী আরও ৭০ জন কে ক্ষমা করে দেবেন।
৫। পবিত্র হাদীস শরীফে আছে, এ মাসের ৯ তারিখ দিনগত রাতে ১২ রাকাত নামাজ পড়া যায়। প্রতি রাকাতে সুরা ইখলাস ১৫ বার করে পড়তে হবে। যে কেহ এ নামাজ পড়বে আল্লাহ্‌ পাক তার সব গুনাহ-খাতা মাফ করে দেবেন। এবং সে ৭০ বছর ইবাদতের সওয়াব দান করবেন।
৬। পবিত্র হাদীস শরীফে আছে, এ মাসের ৯ তারিখ দিনগত রাতে আরও ৪ রাকাত নফল নামাজ পড়া যায়। প্রতি রাকাতে সুরা ইখলাস ১ বার, সুরা ফালাক একবার, সুরা নাস ১ বার করে পড়তে হবে। নামাজের পর ৭০ বার “সুবহানাল্লাহ ওয়াল হামদু লিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর”। তার পর ৭০ বার দরূদ শরীফ পড়বে। এ নামাজ পড়লে আল্লাহ্‌ পাক তার সব গুনাহ-খাতা মাফ করে দেবেন।
আল্লাহ্‌ পাক আমাদের সবাইকে নেক আমাল করার তাওফিক দান করেন। আমীন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.