নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

হজরত ইমাম জয়নুল আবেদীন রহঃ এর একটা বেদনাতুর কবিতা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৩

হজরত ইমাম জয়নুল আবেদীন রহঃ এর একটা বেদনাতুর কবিতা,
যা কারবালা ঘটনার সময় মোনাজাত আকারে তিনি পাঠ করেছিলেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।
১। প্রভাত সমীর যাওগো যদি মদীনার ধাম,
পৌঁছে দিও রওজা পাকে মোর সালাম।।
২। প্রিয় নবীজীর বিচ্ছেদের তরবারিতে অন্তর মোর ক্ষত বিক্ষত
মদীনাবাসীরা সৌভাগ্যবান, তব মাঝে বিরাজে নবী মহা সম্মানিত।।
৩। ওগো সৃষ্টির তরে করুণা অপার জয়নাল, আবেদীনে করো উদ্ধার
বন্দী সে যে জালেমের কারাগারে ডাকিছে তোমায় বারেবার।
৪। দিবাকর সম যাঁর চেহারার উজ্জলতা, নিশার আঁধারে যেন পূর্ণিমা
পবিত্র সত্তা যাঁর সুপথের জ্যোতি, সাগরের জোয়ার সম তাঁর বদান্যতা।।
৫। ওগো সৃষ্টির তরে করুণা অপার, সুপারিশকারী সব পাপীজনার
মহা সংকটের দিনে নিজ করুণা বলে উদ্ধারিও হেন পাপী গনে।।
৬। ওগো মুস্তফা ওগো মুযতাবা, দয়া করুন হেন পাপী তরে
সৎকাজে মোর নাই মতি, পাপের আঁধারে রয়েছি পড়ে।
৭। শুধু মোর তরে চাই না করুণা, আছে যত মোর নিকট স্বজন
সবার তরে মাগি করুণা তব, ওগো শাফায়াৎকারী মহাজন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.