নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

তুরস্কে পবিত্র মিলাদুন্নবী শরীফ উদযাপন

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

Holy Birth celebrations in Turkey: Understanding Prophet Muhammad (PBUH)
18/04/2011
তুরস্কে পবিত্র মিলাদুন্নবী শরীফ উদযাপন
লেখক - ইউনুস এমরে পেহলিভান
Celebration Holy Mawlid Mohammad prophet
ভূমিকা –
তুরস্কের মুসলিম সমাজ প্রতি বছর এপ্রিল মাসে আমাদের প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পবিত্র মিলাদুন্নবী শরীফ উদযাপন করে থাকেন। সপ্তাহব্যাপী পালিত এ জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত হয় বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা, এবং অন্যান্য অনুষ্ঠানমালা। বিশিষ্ট লেখক-বক্তারা নূর নবীজীর জীবনীর বিভিন্ন দিক নিয়ে মূল্যবান ও সারগর্ভ আলোচনা উপস্থাপনা করে থাকেন। প্রচুর সংখ্যক শ্রোতা এসব আলোচনা শোনার জন্য গভীর আগ্রহ নিয়ে এ সকল অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে থাকেন।

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব উদযাপন আমাদের জন্য বিশেষভাবে উপকারী। এতে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন উপস্থিত হয়ে আমাদের প্রিয় নূর নবীজীর পবিত্র জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানবার ও বুঝবার সুযোগ পেয়ে বিশেষভাবে উপকৃত হয়ে থাকে। বিশ্ব বিদ্যালয়ের উচ্চ শিক্ষিত গ্র্যাজুয়েট থেকে শুরু করে স্কুল ছাত্র এমন কি যারা বিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পাননি তারাও এতে স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়ে থাকেন। প্রাতিষ্ঠানিকভাবে না হলেও প্রিয় নবীজীর পবিত্র জন্ম উৎসবকে নিয়ে আয়োজিত এসব অনুষ্ঠানমালা আমাদের সমাজের জন্য খুবই ফলদায়ক একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিগণিত।

এটা আমাদেরকে সেসব সোনালী দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয় যখন আমাদের প্রিয় নূর নবীজী জীবিত ছিলেন। সমাজের বিভিন্ন স্তরের লোকজন নূর নবীজীর পবিত্র দরবারে উপস্থিত হতেন। যে কোন ব্যক্তি প্রিয় নূর নবীজীর পবিত্র সান্নিধ্যে থেকে যদি একটি মাত্র বাক্যও শিক্ষা করার সুযোগ লাভ করেছেন আমুল পাল্টে গেছে তাঁর জীবন ধারা। আর তখন থেকেই আমাদের নূর নবীজী সকলের প্রিয় ও একমাত্র অনুকরণীয় আদর্শ ব্যক্তিত্বে পরিণত হয়ে গেছেন। আমাদের প্রিয় নবীজীর সঙ্গী সাথীগণ তাঁকে সঠিকভাবে চিনতে ও বুঝতে পেরেছিলেন। নবীজীর সাহাবীগণ তাঁকে ভালবেসে অনুসরণ করার মাধ্যমে মহান আল্লাহ্‌তায়ালার ভালবাসা অর্জন করতে পেরেছিলেন।
আজকাল যদিও আমাদের কাছে সে রকম কোন সুযোগ সুবিধা নাই, তবুও প্রিয় নবীজীর পবিত্র জন্ম উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ সকল অনুষ্ঠানমালা আমাদের সমাজের সদস্যদেরকে নতুন করে আমাদের প্রিয় নবীজীর ভালবাসা অর্জনের তাগিদ ও সুযোগ করে দিয়েছে।
আমাদের প্রিয় নবীজীর জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত এ সব মুবারাক অনুষ্ঠানাদিতে অংশ নেবার পর জনগণ এ কথা খুব ভালভাবেই বুঝতে পারছে যে, তিনি শুধুমাত্র ১৪০০ বছর আগে জন্ম নেয়া একজন মহা পুরুষ মাত্রই নন বরং তাঁর আসামান্য ব্যক্তিত্ব আজো লক্ষ লক্ষ মানুষকে সঠিক জীবন পথের সন্ধান দিচ্ছেন।
আমাদের সমাজের প্রতিটা স্তরের বিভিন্ন পেশাজীবি লোকজন বিশেষত ব্যবসায়ী–ছাত্র, নারী-পুরুষ, আবালবৃদ্ধ বনিতা নির্বিশেষে প্রিয় নবীজীর পবিত্র জীবন ইতিহাসের মাঝে নিজের জন্য অনুসরণীয় উত্তম আদর্শ খুঁজে পেয়ে থাকেন।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত হবার মাধ্যমে জনগণ সুন্নাহ কে ভাল ভাবে বুঝার এবং সেগুলি নিজ জীবনে যথাযথ ভাবে অনুসরণের প্রেরণা লাভ করে থাকেন।
প্রিয় নবীজী আমাদেরকে মানবতার পথ দেখিয়েছেন, যা হচ্ছে একমাত্র সঠিক পথ। এটা আমাদেরকে ইহকাল ও পরকালের সত্যিকার সুখ শান্তির পথে পরিচালিত করে। এখন আমরা যদি আমাদের প্রিয় নবীজীকে সত্যিকারভাবে বুঝতে পারি তবে আমরা তাঁকে আরো বেশী করে ভালবাসতে থাকবো। ফলে সেটা আমাদের জীবন ধারাকে অবশ্যই পরিবর্তন করে দেবে। প্রতি বছর এপ্রিল মাসব্যাপী অনুষ্ঠিত এ সকল অনুষ্ঠানসমূহ হচ্ছে সে লক্ষ্য অর্জন করার একটা বিশেষ উপায়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.