নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আলা হযরত ইমামে আহলে সুন্নত শাহ্ আহমদ রেযা খান বেরেলভী রাহ ছিলেন বড় পীরের একান্ত ভক্ত ও কাদেরিয়া তরীকার মুরীদ। তাঁর পীর ছিলেন ভারতের মারহারা শরীফের বিখ্যাত অলি হযরত আলে রাসুল রাহ। মুরীদ হবার সাথে সাথেই তিনি পীর সাহেবের কাছ থেকে কাদেরিয়া তরীকার খিলাফাত লাভ করেন। তাঁর অমর কাব্য গ্রন্থ হাদায়েকে বখশিশ এর মধ্যে তিনি গাউসে পাকের শানে অনেকগুলো কসীদার সন্নিবেশ করেছেন। যেমন- এ কাব্য গ্রন্থের প্রথম ভাগে তিনি গাউসে পাকের শানে তিনটা এবং দ্বিতীয় ভাগে ছয়টা মনকবত উৎসর্গ করেছেন। এছাড়া হাদায়েকে বখশিশ এর বিভিন্ন কসীদায় হযরত গাউসে পাকের শানে আলা হযরত রহঃ আনেকগুলা পংক্তি দেখা যায়।
বিখ্যাত সালামে রেযায় গাউসে পাকের শানে আলা হযরত রহঃ বেশ কয়েকটা পংক্তি লিখেছেন। যেমন -
১। গাওসে আযম ইমামুত তুকা ওয়ান নুকা,
জলওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম
গাউসুল আযম খোদাভীরু আর পুণ্যবানদের ইমাম
কুদরতের প্রকাশস্থল, তোমায় লাখো সালাম ।
২ । কুতুবও আবদালও ইরশাদও রুশদুর রাশাদ
মুহিয়্যি দ্বীন ও মিল্লাত পে লাখো সালাম
বেলায়েতের সব মাকাম করেন তিনি অতিক্রম
দ্বীন ও জাতির নব জীবনদাতা তোমায় লাখো সালাম
৩ অশেষ শান্তি বাণী তোমায় ওগো তরিকতের ইমাম
হাকীকত ধারীদের ধ্রুব জ্যোতি তোমায় লাখো সালাম
৪। জিনকে মিম্বর হুয়ী গর্দানে আউলিয়া,
উস কদম কি কারামাত পে লাখো সালাম।
আওলিয়াদের কাঁধের উপর যার কদম পেলো স্থান
অলৌকিক ক্ষমতাধারী ঐ চরণে লাখো সালাম।
গাউসুল আযম আপসে ফরিয়াদ হ্যায়
জিন্দা ফির ইয়ে পাক মিল্লাত কিজিয়ে
গাউসুল আযম এই মিনতি পাক চরণে
জিন্দা করুন আবার নবীজীর পাক দ্বীনে।
হাদায়েকে বখশিশ নং ৬৪ পঞ্চম পংক্তি
হাদায়েকে বখশিশ দ্বিতীয় খণ্ডের একটা কসীদায় তিনি লিখেছেন,
কাদেরী কর, কাদেরী রাখ, কাদেরীও মে উঠা
কাদরে আবদুল কাদের কুদরত নুমা কে ওয়াস্তে
অর্থাৎ কাদেরী করো, কাদেরী রেখো, উঠাইও কাদেরীগণের মাঝ
তব কুদরতের প্রতিভূ, আবদুল কাদের নামের প্রভূ রেখো তুমি লাজ।
©somewhere in net ltd.