নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ইমাম আহম্মদ রেযা খান কাদিরী ব্রেলভী(রহঃ)ছিলেন সত্যিকারার্থে একজন কবি।শরীয়তের গন্ডী অতিক্রম না করেও যে, রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি, অনুরাগ ও আন্তরিক ভালবাসাপ্রকাশ করে উচ্চমানের রসোত্তীর্ণ কাব্য রচনা করা যায়, তার সার্থক প্রমান দেখিয়েছেন ইমামে আহলে সুন্নাত, হযরত আহম্মদ রেযা খান কাদিরী ব্রেলভী(রহঃ)।শরীয়তের বিধানাবলীর প্রতি কঠোর দায়বদ্ধতা, অপরিমেয় রাসুল প্রেম, অতুলনীয় ভাষাশৈলী, ছন্দের লালিত্য ও ভাবেশ্বৈর্যের বিপুল গতিময়তা তাঁকে একজন অপ্রতিদ্বন্ধী আশেকে রাসুলের মর্যাদায় অভিসিক্ত করেছে।অভিনব অথচ বিষয়ানূগউপমার সার্থক ব্যবহার, উপস্থাপনায় অভিনবত্ব আর সর্বোপরি রাসুলের প্রতি আত্মনিবেদনের একনিষ্ঠতায় পরিপূর্ণ সুগভীর প্রেমময় আহবান তাঁর কাব্যকে দিয়েছে ব্যাপক পরিচিতি।তাঁর রচিত প্রতিটা কাসীদা তাই রুপায়িত হয়েছে ‘নবী প্রেমের ঝংকারে অণুরণিত অমর গাঁথায়’।আর সেই সাথে তাঁর নাতগুলোও পেয়েছে বহুল লোকপ্রিয়তায় অর্ঘ, ঈর্ষণীয় সাফল্যের স্বর্ণ শিখর।
অদ্বিতীয় আশেকে রাসুল ইমাম আহমদ রেযার (রহঃ) এশকের জ্যোতি ছড়িয়েছে তাঁর কাব্য সম্ভারে অনন্য দ্যুতি। ইশকে রাসুল দঃ কে নতুন এক মাত্রা ও প্রকাশভঙ্গী দিয়েছেন তিনি। নাতে রাসুল দঃ লেখার কাজকে এক অনন্য উচ্চতায় নিয়ে পৌঁছিয়েছেন তিনি। যার ধারে কাছেও এখন পর্যন্ত যেতে পারেন নি কোন কবি বা নাত রচয়িতা। এটাই ইমাম আহমদ রেযার (রহঃ) পরম কৃতিত্ব। অন্য কোন লেখনীর কথা বাদ দিলেও শুধু মাত্র তাঁর ইশকে রাসুল দঃ সমৃদ্ধ অনন্য কাব্য সম্ভার “হাদায়েকে বখশিশ” তাঁকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে।
নাতে রাসুলের দঃ ক্ষেত্রকে তিনি করেছেন আরো উর্বরা, সুষমামণ্ডিত ও আলোকিত। ইশকে রাসুলের দঃ বাগানকে সাজিয়েছেন তিনি নিত্য নতুন ফুলের সাজিতে। তাঁর বাগানের ইশকে রাসুলের দঃ মৌ মৌ গন্ধ মাতিয়েছে দশ দিক-দিগন্ত।জগতের তাবৎ রাসুল দঃ প্রেমিক সুজনেরা সে ফুলের মধু আহরণের জন্য ব্যাকুল চিত্তে হুমড়ি খেয়ে পড়েছে তাঁর কাব্যের অমৃত ভাণ্ডারে। আর পরম তৃপ্তিভরে আস্বাদন করেছে ইশকে রাসুলের দঃ অমীয় সূধা।
তাঁর নাত সম্ভারে রয়েছে গতি, মননশীলতা ও আধুনিকতা। বিন্দুমাত্র শরীয়তের গণ্ডী অতিক্রম না করেও যে অতি উচ্চমানের নাত শরীফ রচনা করা সম্ভব সেটা বাস্তবে করে দেখিয়েছেন তিনি। বিষয় বৈচিত্র তাঁর নাতকে অনন্য বৈশিষ্ট মন্ডিত করেছে। সেই সাথে নতুন নতুন উপমার প্রয়োগ তাঁর নাতকে দিয়েছে ভিন্ন মাত্রা।
তাই তামাম আশেকে রাসুলের দঃ অন্তরে ইমাম আহমদ রেযা (রহঃ) স্মরণীয় হয়ে থাকবেন চিরদিন। ইশকে রাসুলের দঃ এ মহান কারিগরকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও সালাম।
©somewhere in net ltd.