নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

পীরে কামেল হযরত সৈয়দ মোহাম্মদ তাহের শাহ (ম.জি.আ.) স্মরণে

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০১



আওলাদে রাসুল তাহের শাহ
তরিকতে কাদেরিয়া,
একটি নজর দেখলে তারে
পুরায় মনের বাসনা।।
মুরশীদ কেবলা তাহের শাহ
তাজেদারে আউলিয়া,
পীর জীলানীর নূরের ছায়া
নবীজীর পাক বংশধারা।।

তাঁর দুটি পাক কদম ধরে
হচ্ছে মুরীদ দলে দলে,
তাঁর পিছনে পড়লে নামাজ
পুরায় সবার মনের আশা।।
একটি নজর দেখতে তাঁরে
আশেক ভক্ত ঘুরে ফিরে,
জসনে জুলুছের মিছিলে
জামেয়ার মাহফিল, খানকাতে।।

তাঁর অন্তর ভরা ইশকে রাসুল
বাংলার মানুষ হইল আকুল,
সিরিকোটের নূরানী ফুল
সুন্নী জনতার কান্ডারী।।
আউলিয়াদের শিরোমনি
মুরশিদ আমার নূরের খনি
তাঁর মত নায়েবে নবী
আছে ভবে কয় জনা ?

মাদানী গুলের রওশনী
চেহারা তাঁর নূরানী,
প্রেমিক সুজন দেখতে তাঁরে
হইল পাগল দেওয়ানা।।
তাঁর দামান ধরো শক্ত হাতে
মুক্তি পাবে আখেরাতে,
বাংলার মানুষ তাঁর কাছে পায়
সঠিক পথের ঠিকানা।।

মুরশিদ আমার দিলের কাবা
পাক পাঞ্জাতনের নিশানা,
কোটি জনার পীর শুধু নন
আশেক দিলের ঠিকানা।।
ভয় নাই তার কোন কালে
ঘোষনা দেখ পাক কোরানে,
ভক্তি ভরে দেখলে তারে
খুশি হবেন রব্বানা।।

কত জনায় পাইলো দিদার
অধম ইসমাঈল হই বেকারার
স্বপ্ন যোগে দেখা দিয়ে
দিলে যোগাও শান্তনা।।
মুরশীদ পদে এই মিনতি
দয়া কর অধমের প্রতি,
পূণ্য ভূমি সিরিকোটের
যিয়ারতে ডেকে নাও না ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.