নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

পুস্তক সমালোচনা

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৭

বইয়ের নাম – সিলসিলায়ে কাদেরিয়া আলীয়ার পীর মাশায়েখ পরিচিতি
সংকলনে – শাহজাহান মোহাম্মদ ইসমাঈল
প্রকাশক – আল সিরাজ ফাউন্ডেশন,ঢাকা
প্রকাশ কাল –জানুয়ারি ২০১৬ খৃষ্টাব্দ ।
পৃষ্টা সংখ্যা – ১৩৬। প্রচ্ছদ –রংগীন চার রঙের অফসেটে ছাপা ।
এটা আল সিরাজ ফাউন্ডেশনের ৩য় প্রকাশনা। এখানে কাদেরিয়া তরীকার সিরিকোটি সিলসিলার ২৭ জন পীর মাশায়েখের পবিত্র জীবন কাহিনী সংকলিত হয়েছে। অত্যন্ত সীমিত পরিসরে তাজকেরাতুল আউলিয়া গ্রন্থের আদলে এসব মহাত্মা আউলিয়ায়ে কেরামের অতি সংক্ষিপ্ত জীবন চিত্র ও তাঁদের অমূল্য উপদেশমালা তুলে ধরা হয়েছে। এক মলাটের নিচে ২ ডজনের ও অধিক মহা মানবের জীবনীর সমাহার পাঠকদের কাছে আদৃত হবে বলে আশা করি। তবে বইয়ের মূল্য ১০০ টাকার মধ্যে হলে আরও ভালো হত। লেমিনেটেড প্রচ্ছদে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী রহঃ সাহেবের পবিত্র মাজারের ছবি দৃষ্টি নন্দন হয়েছে, সন্দেহ নাই। ছাপার মান ঝকঝকে পরিষ্কার। তথ্য সূচী অংশে ২৯ টি বইয়ের নাম দেয়া হয়েছে, এটা পাঠকদের উপকারে আসবে।
বইটির ভূমিকায় কাদেরিয়া তরীকার অতি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। এছাড়া বইয়ের শুরুতে হামদ ও নাত সংযোজন করা হয়েছে।
এছাড়া এখানে আরো দেয়া হয়েছে কাদেরিয়া তরীকার সিরিকোটি সিলসিলার ৪৪ জন পীর মাশায়েখের নামের তালিকা। এর পর হযরত আলী রাদিআল্লাহু তায়ালা আনহু থেকে শুরু করা হয়েছে মহাত্মা আউলিয়ে কেরামের জীবনী। আর সমাপ্তি টানা হয়েছে সিরিকোটি সিলসিলার গৌরব পীরে বাংগাল সাবের শাহ্‌ মা-জি-আ কে দিয়ে। সবশেষে হযরত সৈয়দ তৈয়ব শাহ্‌ রহঃ এর বংশগত শাজারা, কাদেরিয়া সিরিকোটিয়া সিলসিলার শাজারা এবং সিলসিলার ছবক যোগ করা হয়েছে।
বাংলাদেশে কাদেরিয়া তরীকার অনুসারী আরও অনেক দরবার রয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে এসব দরবারের অবস্থান। তাঁদের বিষয় বইটিতে উপেক্ষিত হয়েছে। সবগুলো দরবার নিয়ে লিখলে বইটা আরো অনেক আকর্ষণীয় হত।
যাই হোক জনাব ইসমাইল একজন খ্যাতিমান গবেষক, অনুবাদক তাঁর কাছ থেকে ভবিষ্যতে আমরা সূফীবাদ নিয়ে আরো বড় পরিসরের গবেষণা কর্ম আশা করি। মহান আল্লাহ্‌ পাক তাঁকে নেক হায়াত দান করুন।এমন সুন্দর একটা বই উপহার দেয়ার জন্য আল সিরাজ ফাউন্ডেশন কে জানাই আন্তরিক মুবারাকবাদ। মহান আল্লাহ্‌ পাক সকলের এই নেক খেদমত কবুল করুন। আমীন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০১

এস এম ইসমাঈল বলেছেন: এমন সুন্দর একটা বই উপহার দেয়ার জন্য আল সিরাজ ফাউন্ডেশন কে জানাই আন্তরিক মুবারাকবাদ। মহান আল্লাহ্‌ পাক সকলের এই নেক খেদমত কবুল করুন। আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.