নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
"জামেয়া" সম্পর্কে আল্লাহর প্রিয় হাবীব সরকারে দো-আলম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের ৩৯তম আওলাদে পাক হুযুর শাহেন শাহে সিরিকোট রাহমাতুল্লাহে আলাইহে তাঁর বেলায়তের দৃষ্টিতে অনেক সুসংবাদ প্রদান করেছেন। তিনি বলেন, "এ জামেয়া জিন্দা প্রতিষ্ঠান"। এ "জামেয়ায়" মান্নত করলে পূরন হয় যা বাস্তবে প্রমানিত।
মুরিদের জন্য পীরের ধ্যান সদা-সর্বদা অত্যাবশ্যক। তিনি আরও বলেন, "তোমরা যদি আমাকে দেখতে চাও", "তাহলে এ জামেয়াকে দেখ"। এটা পীরের পক্ষ হতে মুরিদের জন্য প্রথম স্তরের সবক।
আওলাদে রাসূল হুযুর শাহেন শাহে সিরিকোট রাহমাতুল্লাহে আলাইহে মুরিদদের এ সবক দিলেন যে, "আমার ধ্যান তোমাদের জন্য সিদ্ধ হবে", "যদি তোমরা মুহব্বতের দৃষ্টিতে জামেয়াকে দেখ এবং জামেয়ার খেদমত করো"। "জামেয়ার এ খেদমতের মাধ্যমে তোমাদের মধ্যে আমার ধ্যান ও আকৃতি স্হাপিত হবে"। হুযুর শাহেন শাহে সিরিকোট রাহমাতুল্লাহে আলাইহের উক্ত পবিত্র বানীর গূড় রহস্য এই যে, জামেয়া যদিও দালান হিসেবে স্হাপিত, কিন্তু এ জামেয়ার স্হানটি আল্লাহ এবং তাঁর প্রিয় হাবীব সরকারে দো-আলম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। (সুবাহানাল্লাহ)....
"জিনকে হার হার আদা সুন্নাতে মুস্তফা",
"এ্যায়'ছে পীরে ত্বরীকত, পেঁ'লাখো সালাম"।
আল্লাহ আমাদের সকলকে "জামেয়ার" আধ্যাত্মিকতা বোঝার তৌফিক দান করুন।
আমিন, বেহুরমাতে সাইয়্যাদুল মুরসালিন।
©somewhere in net ltd.