নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

‪#‎ফুরকান_বলে‬

২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪

‪#‎সত্য_মিথ্যা‬

“ওয়ালা তালবিসুল হাক্‌কা বিল বাতিলি ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা’লামুন“
– সুরা বাকারা ৪২ সংখ্যক আয়াত।

অর্থঃ তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না ।

‪#‎কিছু_কথা‬-
বাস্তবে আমরা সত্য ইতিহাস জানিনা। মিথ্যার রঙ দিয়ে সত্যকে গোপন করা হয়। কত ওয়াজ মাহফিল শুনলাম কই আহলে বায়াত সম্পর্কে কিছুই শুনলাম না। খুবই আশ্চর্য হই।

কত সাহাবী হতে কতশত হাদিসের রেওয়ায়েত পাই, কই মা খাদিজা (আ.) হতে কোন রেওয়ায়েত পাই না কেন? যিনি ২৫ বছর মহানবী (সা.) এর সান্নিধ্যে ছিলেন। হেরা গুহায় ধ্যান মগ্নতায় যখন মহানবী (সা.) ছিলেন তখন মা খাদিজা (আ.) দীর্ঘ ১৪ বছর নিরলস সেবায় রত ছিলে। আর আহলে বায়াতের সদস্যদের হাদিসের রেওয়ায়েত অতি অল্প তথা নাই বললেই চলে। খুবই অদ্ভুত বিষয়। আশ্চর্য হই।

আল ফুরকানের অনুবাদ তাফসীর এ নাই শুদ্ধতা (কিছু অংশ বাদে)। সুক্ষ ভাবে অনুবাদকে শুদ্ধতা হতে গত ১৪ শত বছর ধরে সরিয়ে দেয়া হচ্ছে। কার স্বার্থে? সাধারন মানুষ আজ অন্ধকারে। আয়াত সংখ্যায় হেরফের তো রয়েছেই।

যাদের কারনে আমরা (যার যার সামর্থ অনুযায়ী) কিছুটা হলেও আলো পাচ্ছি সেই অলি, আউলিয়াদের সামান্য সম্মান টুকুও করি না। মানুষ আজ মিথ্যার জালে আটকা। মুক্তি কোথায় তা আমরা জানি না। জানার চেষ্টাও করি না।

আমাদের করম করো মাওলা। সত্যকে জানার, বুঝার এবং ধারণ করার ক্ষমতা দাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.