নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
"কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাউকুম ওয়াহেদ" এই আয়াতের ব্যাখ্যাঃ
"কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইহা" দ্বারা নবী (দরূদ ও সালাম) কে আমাদের মত রক্তে মাংসে গড়া সাধারন মানুষ প্রমান করতে পারে এমন কোন আলেম জন্ম নেয়নি এমনকি কিয়ামত পর্যন্ত জন্ম নেবেও না ।
এখানে কুল -আমরে হাজর ওয়াহেদ ,ইন্নামা হা যা কালিমায়ে হসর ।এখানে কালিমায়ে হসর এসেছে একমাত্র অর্থ দেওয়ার জন্য । "কুল ইন্নামা" এর অর্থ হে নবী দরূদ ও সালাম একমাত্র আপনার জবানে আপনি বলুন ,আনা -আমি ,বাশারুম-মানে জিন্দুন। জিন্দুন মানে চামড়া/নমুনা/সুরুত অর্থাত্ আমি নকশায় নমুনায় দেখতে, উপরের কভারের দিক দিয়ে ,মিছলুকুম -তোমাদের মতই মানুষ । নবী দরূদ ও সালাম এ কথাটা একমাত্র আপনার জবানে আপনি বলুন দুনিয়ার আর অন্য কোন মানুষের জবানে এ কথা বলতে পারবেনা (সোবহানআল্লাহ) ।
বাতেলেরা যে বলবে নবী দরূদ ও সালাম আমাদের মত , এই জন্য আমার আল্লাহ বলেন(যিনি আলিমুল গাইয়্যুব) নবী (দরূদ ও সালাম) গো সাথে এ কথা বলেন যে "ইউহা ইলাইয়া" - আমার উপর ওহী অবর্তীন হয় ,সুতরাং আমি তোমাদের মত সাধারন মানুষ না ।
হযরত জাবের রাঃ থেকে বর্নিত যে ,নবী দরূদ ও সালাম ইরশাদ করেন , "আউয়ালু মা খালাকাল্লাহু নূরী আনা মিন নূরীল্লা ওয়া কুল্লু সাইয়্যেন মিন নূরীহি" (মাদারিযুন নবুয়ত ২য় খন্ড ২য় পৃষ্ঠা)
অর্থঃ আল্লাহ সর্ব প্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছেন ।আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর সৃষ্টির সমস্ত কিছু নবীজি দরূদ ও সালাম নূর মোবারক হতে সৃষ্টি । সোবহানআল্লাহ ।
অতএব নবী দরূদ ও সালামকে আমাদের মত বলা যাবে না ।
আমাদের নমুনা হচ্ছে বাশারের নমুনা , আমাদের নমুনা থেকে নবীজির দরূদ ও সালাম এর নমুনায় পৌঁচতে ২৭ টা দরজা অতিত্রুম করার পর হচ্ছে আমার নূর নবীজি দরূদ ও সালাম এর দরজাঃ ১।বাশারের দরজা ২। মুমিনের দরজা ৩।শহীদের দরজা ৪।মুত্তাকীর দরজা ৫।অলীর দরজা ৬।আবদালের দরজা ৭।কুতুবের দরজা ৮।কুতুবুল আবদালের দরজা ৯।গাউসের দরজা ১০।যমানার গাউসের দরজা ১১ ।গাউসল আজমের দরজা ১২।তাবিঈর দরজা ১৩। সাহাবির দরজা ১৪।খোলাফায়ে রাশেদীনের দরজা ১৫।মোহাজিরের দরজা ১৬।সিদ্দিকের দরজা ১৭।নবীর দরজা ১৮। সাফিয়্যুল মুজাম্মিন এর দরজা ১৯। রাহমাতুল্লিল আলামিন এর দরজা ২০।বারাকাতুল্লাহর দরজা ২১।শাফায়াতুল্লাহর দরজা ২২। হাবীবুল্লাহর দরজা এই ভাবে ২৭ টা দরজা অতিত্রুম করার পর হচ্ছে আমাদের মদিনা কামলে ওয়ালা নূর নবী দরূদ ও সালাম এর দরজা ।
সেই ২৭ দরজা উপর থেকে ২৭ দরজা নিচে নামাইয়া ওহাবী পন্থী বাতেলেরা বলে নবী দরূদ ও সালাম নাকী আমাদের মতই মানুষ ।ভাইজানেরা তাদের ঈমান নাই ঈমান নাই তারা বেঈমান ।
©somewhere in net ltd.