নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আমরা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদদের হুজুর ক্বেবলা ডেকে থাকি। যা নিয়ে জামায়াতি, ওহাবি, সালাফি, দেওবন্দিরা কটাক্ষ করে। ওরা দাবি করে মুসলমানদের ক্বেবলা একমাত্র ক্বাবা শরীফ। আসুন এই সম্পর্কে জেনে নিই।
ক্বেবলা অর্থ আগে বা সামনের দিকে। ক্বাবা শরীফ আমাদের পশ্চিম দিকে। মানে আমাদের সামনের দিকে। যার কারণে আমরা ক্বাবাকে ক্বেবলা বলে থাকি। কিন্তু ক্বেবলা অর্থ ক্বাবা এটা পৃথিবীর কোন ডিকশেনারিতে নাই। ক্বাবা ও ক্বেবলা দুটি আরবি শব্দ। ওদের অর্থ পৃথক। ক্বেবলা অর্থ ক্বাবা বলা, বেশক পাগলামির সামিল।
হুজুর ক্বেবলা (যার যার মুর্শিদ) আমাদের সামনেই থাকেন। ওনি আমাদের সামনে থাকেন বলে ওনাকে আমরা হুজুর ক্বেবলা বলি। যা ১০০% শরীয়ত সম্মত।
©somewhere in net ltd.