নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

নবী যে নূর আল্লাহ পাক তার প্রমাণ দিয়েছন পবিত্র কোরআনে

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৯

নবী যে নূর আল্লাহ পাক তার প্রমাণ দিয়েছন পবিত্র কোরআনে।
"তেরে নসলে পাক্ ও মে হ্যায় বাচ্চা বাচ্চা নুর কা"
সুরা মায়িদাহ:১৫,
সুরা তাওবা:৩২,
সুরা নূর:৩৫,
সুরা অাহযাব:৪৫,
সুরা সাফফ:৮'

১) "তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিবা'পিত করতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তারঁ নূরের পূণ'তা বিধান করবেন," ৯:৩২

২) " আল্লাহ তারঁ অালোকে পূণ'রুপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে" ৬১ঃ৮
৩) " হে অাহলে কিতাবগণ! তোমাদের কাছে অামার রাসূলু অাগমণ করেছেন, কিতাবে যেসব বিষয় তোমরা গোপন করতে; তিনি তার মধ্যে থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মাজ'না করেন। তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে একটি সমুজ্জ্বল গ্রন্থ "৫ঃ১৫

ক) শেফা শরীফ পৃষ্টা ৩২১
হুযূর-ই আক্বদাস সাল্লাল্লাহু তা'আল আলায়হি ওয়াসাল্লামের শানে গুস্তাখীকারী কাফির। আর যে ব্যক্তি ত্র কাফির হওয়ায় সন্দেহ পোষণ করে সেও কাফির।
খ) ওয়াজীয-ই ইমাম কিদা'রি ৩য় খণ্ড পৃষ্টা ৩২১
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা'আল আলায়হি ওয়াসাল্লাম অথবা কোন নবীর শানে বেয়াদবি করে, দুনিয়ায় তাওবার পরও তাকে শাস্তি দেওয়া হবে। কারণ মুরতাদ্দ অভ্যাসগতভাবে কলেমা পড়তে থাকলে তার কুফর দূরীভূত হয় না।
গ) ফাতহুল ক্বাদীর ৪থ' খণ্ড পৃষ্টা ৪০৭
যার অন্তরে ল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর প্রতি বিদ্বেষ থাকে সে মুরতাদ্দ।
অারও বিবরণঃ
ঘ) বাহরুর রাইক্ব ৫ম খণ্ড পৃষ্টা ১৩৫
ঙ) দুররুল হুক্বাম ১ম খণ্ড পৃষ্টা ২৯৯
চ) গুনিয়াহ যুল অাহকাম পৃষ্টা ৩০১
ছ) ফাতওয়া-ই খায়রিয়াহ ১ম খণ্ড পৃষ্টা ৯৫
জ) কিতাবুল খারাজ পৃষ্টা ১১২

হে আল্লাহ! ওহাবি- মওদুদি- সালাফি- হেফাজতি- জামাতি কাদিয়ানি সহ মোনাফেক- মোশরিক- মুরতাদ্দ- কাফিরদের হেদায়ত করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.