নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

দুরুদ শরীফের ফযীলত

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২


ক্বিয়ামতের দিন যখন মুসলমানের মীযান তথা নেকীর পাল্লা হালকা হয়ে যাবে তখন সারওয়ারে কায়েনাত,শাহিনশাহে মওজুদাত, মাহবূবে রাব্বুল আরদ্বী ওয়াস সামাওয়াত صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیۡہِ وَاٰلِہ وَسَلَّم ‘ একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকীর পাল্লাতে রাখবেন এতে নেকীর পাল্লা ভারী হয়ে যাবে। ঐ ব্যক্তি আরয করবে:আমার মা-বাবা আপনার উপর উৎসর্গ হোক,আপনি কে?হুযুর صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیۡہِ وَاٰلِہ وَسَلَّم ‘ ইরশাদ ফরমাবেন:আমি তোমার নবী মুহাম্মদ صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیۡہِ وَاٰلِہ وَسَلَّم ‘ এবং চিরকুটটি দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছিলে।
(কিতাবু হসনুয যন বিল্লাহ লিআবী বকর বিন আবিদ দুনিয়া খন্ড-১,পৃষ্ঠা ১৯২,হাদীস নং-৭৯,সংক্ষেপিত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.