নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
পল্লী গীতির সুরে নাত
আমায় মদিনাতে নিয়ে চলোনা
আমি পইরা আছি দূর দেশেতে,
সঙ্গে তো কেউ নেয় না গো দরদী
আমি কেমনে যাবো মদিনা??
আমার ঘুম ভাইঙ্গা যায়
মাঝ রাইতেতে গো
ও আমি স্বপ্নে দেখি মদিনা
আমি কেমনে যাবো মদিনা??
ওরে যে নবীরে দেখলে একবার
দোযখে কেউ পোড়ে না
সেই নবীর তরে পরাণ কাঁদে
আমি কেমনে যাবো মদিনা??
আমায় পথ দেখাইয়া দাওনা
কেউ সঙ্গে করে নাওনা
ঐ না সোনার মদিনা
ও আমি কেমনে যাবো জানিনা??
©somewhere in net ltd.