নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আমার গলার হার খুলে নে, ওগো ললিতে
১। সোনার মদিনায় যাবি কে? ওগো সখী হে,
যেজন আমার মন কাইড়াছে
সে মদিনায় শুইয়া আছে গো।।
আমার বেঁচে থেকে কি ফল হবে
প্রাণসখা নাই মোর পাশে তে, ওগো সখী হে,
২। যদি আমি পঙ্খি হইতাম
নবিজীর দেশে উড়িয়া যাইতাম গো
ওরে প্রাণের নবীর রওযা দেইখা
জুড়াইতাম মনের জ্বালারে, ওগো সখী হে,
৩। আমার নবীজীর দেশ কত দূরে?
আমি পথ ঘাট কিছু চিনিনাগোরে
এখন নবীজীর নামের মালা জপে
দিন কাটাবো ভবেতে, ওগো সখী হে।।
৪। যদি যাইতাম প্রাণ বন্ধুয়ার বাড়ী,
দেখতাম তারে পরাণ ভরি গো,
ওরে প্রানের রসুল বিনে কি হবে আর
বেঁচে থেকে এই ধরাতে।।
৫। প্রাণের রসুল মোর গলার মালা
কেমনে বাঁচি তাঁরে ছাড়া??
ওরে সে যে আমার মন কাইরাছে
ভুললো আমায় সে কোন দোষে গো ??
©somewhere in net ltd.