নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
পল্লী গীতি
১। প্রাণের বন্ধু যেদিন বিদেশ গেলো
সেইদিন আমার কপাল পুড়লো গো
আমার একা একা ঘুম আসেনা
পরাণ বন্ধু বিনা ঘরেত গো।।
২। পরাণ বন্ধু যদি থাকতো দেশে
কাটতো জীবন রঙ্গো রসে গো
এখন পরাণ বন্ধু বিনা
একা একা দিন যে আমার কাটেনা।
৩। পরাণ বন্ধু যদি থাকতো পাশে
পান খাওয়াতাম ভালবেসে গো
তালপাতার পাখা দিয়া
দিতাম বাতাস তার গায়ে গো।।
৪। পরাণ বন্ধু যদি থাকতো দেশে
বসতো আইস্যা আমার পাশে গো
ওরে মাথার কেশ দিয়া দিতাম মুইছ্যা
পরাণ বন্ধুয়ার দুই চরণ গো।
৫। কেবা তুমি যাও বিদেশে?
খবর কইয়ো মোর বন্ধুর কাছে গো
ও রে পরাণ বন্ধু বিনা একা একা
জীবন আমার বাঁচেনা।।
©somewhere in net ltd.