নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

পরাণের বন্ধু বিনা এ অবলার দিন রজনী কাটে না

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

১। সোনার যৌবন গামছায় ঢাকা যায় না
সাধের যৌবন কলসিতে রাখা যায় না
পরাণের বন্ধু বিনা এ অবলার
দিন রজনী আর কাটে না।।
২। সুখ বসন্ত আইলোরে দেহে
বন্ধুয়া কেন রয় বৈদেশেগো
ও সে কেমনে মোরে রইলো ভুলে
মনে কি তার পড়ে না?
দিন রজনী আর কাটে না।।
৩। পাড়ার লোকে কয় কত কথা
মনে আমার বড়ই ব্যাথাগো
ওরে পরাণ বন্ধু বিনে
এমন দিনে থাকি কেমনে একেলা?
দিন রজনী আর কাটে না।।
৪। প্রানের বন্ধু কবে আসবে দেশে
সে ভাবনায় মোর সময় কাটে গো
ওরে পরাণ বন্ধু বিনে
একা একা থাকি আমি কেমনে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.