নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

তরীকতের আদব

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯


১। তাসাউউরে শেখ - সব সময় নিজের পীর সাহেবের নুরানী চেহারা মুবারাক কে স্মরণ করা ও তাঁর চেহারার নকশা মনে মনে ধ্যান করা।
২। এত্তেবায়ে শেখ - সব সময় সব বিষয়ে নিজের পীর মুরশিদের আচার-ব্যবহার, চলা-ফেরা, উঠা-বসা, অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করা।
৩।আদবে শেখ হচ্ছে -
পীরের দরবারে সব সময় নিজেকে সবার চাইতে ছোট, হীন ও হেয় বলে মনে করবে।
৪। পীরের সামনে নিজের বিদ্যা-বুদ্ধি, ধন-দৌলত, মান-সম্মান, প্রভাব-প্রতিপত্তি সবকিছুকে মূল্যহীন মনে করবে।

৫। পীর সাহেব কোন আদেশ দিলে তা সাথে সাথে পালনের জন্য যথাসাধ্য চেষ্টা করবে।
৬। এমন কোন কথা বা কাজ করবে না যাতে পীর সাহেব মনে কষ্ট পান বা অসন্তুষ্ট হন।
৭। নিজ পীর সাহেব সামনে উপস্থিত থাকা অবস্থায় কখনো নফল তাসবিহ বা ঈবাদাত করবে না।.
৮। কখনো কোন কথা বা কাজে পীর সাহেবের আগে যাবে না।
৯। স্বীয় পীর সাহেবের সাথে চলার সময় কখনো তাঁর আগে যাবে না।
১০। নিজ পীর সাহেবের ছায়াকেও কখনো পায়ে দলে যাবে না।
১১।পীর সাহেবকে নিজের জাগতিক ও আধ্যাত্মিক উন্নতির একমাত্র উসীলা বলে মনে করবে।
১২। দুনিয়াবি কোন কাজ শুরু করার আগে নিজের পীর সাহেবের অনুমতি নেয়া দরকার।
১৩। নিজের সাধ্য অনুযায়ী পীরের খেদমতের জন্য সব সময় চেষ্টা করবে।
১৪। পীর সাহেবের বাতেনী আয়নায় তোমার সব কার্যক্রম দেখা যাচ্ছে, একথা সব সময় স্মরণ রাখবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.