নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে আমার বাপ-চাচাদের মধ্যে ঠেলা ঠেলি হয়নি এমন নয়।তা সত্ত্বেও ওগুলো আমরা ছোটদের বা চাচীদের মাঝে কখনো সংক্রমিত হয়নি। মার কড়া নির্দেশ ছিল, উনারা ভাইয়ে ভাইয়ে যাই হোক না কেন, উনাদের সবাই তোমার গুরুজন। তাঁদের সাথে কোন রকম বেয়দবি সহ্য করা হবে না। তাই আমরা কক্ষনো তাঁদের সাথে বেয়াদবি বা খারাপ ব্যবহার করার কথা চিন্তাও করিনি। আমার চাচীরাও আমাদেরকে সব সময় নিজের সন্তানের মতই আদর সোহাগ করেছেন। তাঁদের হাতের রান্না মজা করে খেয়েছি। আর গ্রামের বনে বাদাড়ে মনের সুখে ঘুরে বেড়িয়েছি।কি আনন্দময় না ছিল আমার ছেলে বেলার সেই দিনগুলি।
আর একটা মজার কথা, আমার সব চাচীদের ডাকনাম কিন্তু পাখীদের নামে। যেমন আমার মায়ের ডাক নাম ছিল তোতা, মেঝো চাচীর নাম পাখী, সেজ চাচীর নাম বুলবুল, আর ছোট চাচীর নাম ময়ূর। বাহ কী অদ্ভুত রকমের মিল? এটাকে কী কাকতালীয় বলা যায়? আমি বহুবার ভেবেও এর কোন কূল কিনারা করতে পারিনি।
©somewhere in net ltd.