নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

একটা বিখ্যাত উর্দু নাতের বাংলা অনুবাদ

০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

Khusravi achi lagi na, sarwari achi lagi,
Ham faqiroon ko Madine ki galli achi lagi.
সিংহাসন চাইনা আমি, রাজত্বও চাইনা
আমার চোখে লেগেছে ভালো, দয়াল নবীজীর মদীনা
Door thay to zindagi bay rang thi be-kaif thi,
Unkay kuchey main gaey to, zindagi achi lagi.
দূরে যবে ছিলাম আমি, জীবন ছিল সাদামাটা
তাঁর ডেরাতে যাবার পরে, রঙিন হল দুনিয়া।
Main na jaun ga kahin bhi, dar Nabi ka chaur kar
Mujh ko kuey Mustafa ki chakari achi lagi.
যবো না আমি আর কোথাও ছেড়ে নবীজীর গলি
আমার কাছে লেগেছে ভালো প্রিয় মুস্তাফার গোলামী।
Naaz kar tu aey Halima Sarwar-e-Kownain par,
Gar lagi achi to teri jhownparhi achi lagi.
মা হালিমা গর্বে তোমার উচ্চ হল শির খানা
দয়াল নবিজীর লেগেছে ভালো তোমার কুঁড়ে ঘর খানা।।
Rakh diya Sarkaar kay qadmoon pay sultanoon nay sar,
Sarwarey kown-o-makaan ki saadgi ach-chii lagi.
তাঁর কদমে নতশির খাঁড়া, দুনিয়ার রাজা-বাদশারা
তাঁদের সবার লাগলো ভালো, দয়াল নবীজীর জীবন চলা।।
Mahr-o-mah ki roshani mana kay achi hai magar,
Sabz gunbad ki mujhey to, roshani achi lagi.
পুর্নিমার ঐ চাঁদের আলো, সবার কাছে লাগে ভালো
আমার চোখে লেগেছে ভালো, সবুজ গম্বুজের স্নিগ্ধ আলো।।
Door rah kar astaan-e-sarwar-e-kownain se
Zindagi achii lagiina bandagi achii lagii
প্রিয় নবীজীর আস্তানা থেকে ছিলাম যবে দূরে
না ছিল মোর জীবন প্রিয়, না ছিল আরাধনা।।
Aaj mahfil mein Niyaazi, naat jo maine parhi,
Ashaqan-e-Mustafa ko woh barhi achii lagi
আজিকার এ মাহফিলে পড়লাম যে নাত খানি
নবীজীর আশেকদের তা লেগেছে ভালো।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.