নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। দুনিয়াতে ভাল মানুষের সংখ্যা খুবই কম আর মন্দ লোকের সংখ্যাই অধিক।
এ দুনিয়াতে সৎ পথে চলতে গেলে অনেক দুঃখ-কষ্ট বিপদাপদ ও পরীক্ষার সম্মুখীন হতে হয়। কিন্তু মন্দ পথে চলা খুবই সহজ ও আপাত সুখকর।
২। দুনিয়া হল টিস্যু পেপারের মত একটা জিনিষ, ব্যবহার শেষে ডাস্টবিন হল যার ঠিকানা মানুষের অন্তরে নয়।।
৩। দুনিয়াতে এমনভাবে থাকতে হবে যাতে দুনিয়ার ভালবাসা অন্তরে অনুপ্রবেশ না করে। কারন যদি কোন নৌকার ভিতরে যদি বাইরের পানি প্রবেশ করে তবে সে তরী তার আরোহী সমেত নিমজ্জিত হয়।। আর দুনিয়ার প্রতি ভালবাসা মানুষের অন্তরকে কলুষিত করে এবং পরিণামে তার ধ্বংস ডেকে আনে।
৪। সাবধান! নফস অতি তেজ গতি সম্পন্ন বাহন। একে যদি কঠোর শাসন দ্বারা নিয়ন্ত্রিত করা না যায় তবে তা তার আরোহীর জন্য ধ্বংসের কারন হয়।।
৫। এক খাপে যেমন দুই তরবারির স্থান সংকুলান হতে পারে না তেমনি দুনিয়ার ভালবাসা আর আল্লাহ্র প্রতি ভালবাসা দু’টি জিনিষ অন্তের একত্রে জায়গা করে নিতে পারে না। কারন এদের একটি অপরটিকে বিতারন করে দেয়।
৬। তাওহীদ হলো মাটির গভীরে প্রোথিত কোন নারকেল বৃক্ষের সুদৃঢ় শেকড় সদৃশ।
নারকেল গাছের সুদীর্ঘ কান্ড হল ইসলাম ধর্ম।
নারকেল হল শরীয়ত তুল্য, তরীকত হল এর ছোবড়া যুক্ত শক্ত বর্মসম,
নারকেলের শক্তপোক্ত খোলসে জড়িয়ে থাকা ছোবড়া হল আহলে তরীকতের রিয়াজত মুজাহিদা আর অবর্ণনীয় দুঃখ কষ্টের উপমা যার প্রভাবে মারফাতের অমূল্য দৌলত ও নেয়মাত লাভ সহজসাধ্য হয়।
মারেফাত হল নারিকেলের সুমিষ্ট পানীয় জল, হাকিকত হল সুস্বাদু নারকেলের স্বাস তুল্য আর থরে থরে সুসজ্জিত নারকেল গাছের সবুজ পত্র পল্লবরাজি হল ঈমানের বিভিন্ন শাখা প্রশাখা আর ইসলাম ধর্মের অতুলনীয় সৌন্দর্য শোভা।
৭। তুমি আল্লাহ্ কে কখনো বল না যে তোমার বিপদ কত বড়
কারন তিনি সবকিছু দেখেন ও জানেন
বরং তুমি বিপদকে একথা বলে দাও যে তোমার আল্লাহ্
কত মহান ও দয়াবান।।ঈঈ
©somewhere in net ltd.