নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। তাঁর নাম শুনে হয়েছি পাগল, বেকারার দেওয়ানা
আল্লাহ্ তুমি দয়া কর দেখাও সোনার মদিনা
ঐ নামের গুনে মাফ হইল আদমের সব গুনাহ
আল্লাহ্ তুমি দয়া কর দেখাও সোনার মদিনা।।
২। ঐ পাক নামের গুনে ইব্রাহিম পুড়লো না আগুনে
নমরুদের জ্বালানো আগুন বদলে গেল ফুল বাগানে
ঐ নামের গুনে ভিড়ল তীরে নুহ নবীর সফিনা
আল্লাহ্ তুমি দয়া কর দেখাও সোনার মদিনা।।
৩। যাঁর অতুল রূপ সাগরের ইউসুফ পেল এক কণা
তাঁরে দেখে আঙ্গুল কাটে মিশরের সব জেনানা।।
যাঁর প্রেমে পাগল হল মরিয়ম তনয় রুহুল্লাহ
বলে খোদা তাঁর উম্মত বানাও নবুয়ত চাইনা।।
৪। প্রভূর সনে করতে দেখা, তুর পাহাড়ে গেলেন মুসা
মোর নবীজীরে আরশে ডেকে দিদার করেন রাব্বানা
ফেরেশতাদের নিয়ে স্বয়ং দরূদ পড়েন আল্লাহতায়ালা
মোর নবীজীর তরে তোমরা সবে দরূদ সদা পড়ো না।।
৫। তাঁর তরে হয় দোজখ হারাম, জানিও চিরতরে
যদি তাঁরে একবার দেখে শয়নে কি জাগরণে
আর সহে না হৃদয়ে নবীজীর বিচ্ছেদ যাতনা
আল্লাহ্ তুমি দয়া কর দেখাও সোনার মদিনা।।
©somewhere in net ltd.