নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

ঐ মদিনার প্রেমে এমনি মজেছি আমি

২৫ শে জুন, ২০১৭ সকাল ৯:০১

১। প্রিয় নবীজীর তরে মোর মন কাঁদে, প্রাণ কাঁদে
প্রিয় নবীজীর তরে চোখের অশ্রু ঝরে, মোর আখি কাঁদে,
প্রিয় নবীজীর তরে, মোর আখি কাঁদে, হৃদয় কাঁদে
২। আমি নাম শুনে তাঁর হলাম পাগল
একটিবারও দেখলাম নারে
জুড়াইত মন একবার শুধু দেখলে তাঁরে।।
১। ঐ মদিনার প্রেমে এমনি মজেছি আমি
মদিনায় শুয়ে আছেন মোর প্রিয় নবীজী
মনে পড়ে যায় আহা মা ফাতিমার কথা
চাক্কিতে নবীজীর তরে পিষতেন আটা।।
২। মনে সাহাবী আইয়ুব আনসারীর কথা
মোর নবীজীর প্রেমে হলেন দিশেহারা।।
মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকী
শুয়ে আছেন যেথা কত নবীর সাহাবী।।
৩। মনে পড়ে মোর সেই বদরের প্রান্তর
৩১৩ জন সাহাবী ছিলেন যুদ্ধে অটল
এসে গেল তাঁদের তরে খোদায়ী মদত
হাযার কাফের সেনা হল নাস্তানাবুদ।।
৪। মনে পড়ে যায় আহা সে ওহুদের জমিন
যেথা নবীজীর চাচা হামজা হলেন শহীদ
মনে পড়ে যায় মোর ঐ খন্দকের কথা
ক্ষুধা ঝড় তুফানে শত্রুর হল কাহিল দশা।।
৫। ঐ মদিনার তরে ঝরে সদা অশ্রু আমার
যেথা শুয়ে আছেন নবীজী হাবীব খোদার
প্রিয় মদিনার নাম আমি কি ভুলতে পারি?
মদিনা মদিনা বলে কাঁদি দিবাযামী।।
৬। নবীজীর তরে সদা পাঠাই দরূদের ডালি
কত না ভাগ্যবান ঐ মদিনাবাসী?
দয়া কর মোরে ওগো রহমানুর রাহীম
কভূ করো মোর জিয়রাতে মদিনা নসীব।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.