নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। আল্লাহ্ পাক সবার আগে নুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ!! আল হাদীস –রাবী হযরত জাবের রাদি আল্লাহু আনহু
২। আল্লাহ্ জাল্লা শানুহু তাঁর পবিত্র আরশে মুয়াল্লা সৃষ্টি করার পর তা আল্লাহ্র মহত্ব ও বড়ত্বের কথা ভেবে ভয়ে কাঁপতে লাগলো। তখন আল্লাহ্ পাক তাঁর প্রিয় হাবীবের নাম মুবারাক আরশের নীচে লিখে দেন, এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (দঃ)। এরপর আল্লাহ্র আরশের কম্পন থেমে যায়।। সুবহানাল্লাহ!!
৩। ইহুদীরা যখন কোন বিপদগ্রস্থ হয়ে পড়তো তখন তারা তাওরাত কিতাব খুলেযে স্থানে নূর নবীজীর শুভাগমনের সুসংবাদ দেয়া আছে সে পৃষ্টা খুলে আল্লাহ্র কাছে নূর নবীজীর উসিলায় মুক্তি প্রার্থনা করত।। সুবহানাল্লাহ!!
৪। কাফির দলের সর্দার আবু লাহাবের নামে অভিসম্পাত দিয়ে পবিত্র কুরআনে হাকীমে একটা পূর্ণাংগ সুরা নাযিল হয়েছে। সে ঘৃণ্য কাফেরকে মৃত্যুর কিছুদিন পর হযরত আব্বাস রাদি আল্লাহু আনহু স্বপ্নে দেখেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, তোমার অবস্থা কিরূপ? তখন সে বলল, আমার খুব শাস্তি হচ্ছে। কিন্তু প্রতি সোমবার আমার তর্জনি আঙ্গুল থেকে একটা সুপেয় নহর বের হয়, আমি সেটা পান করে কিছুটা আরাম বোধ করি। এছাড়া ঐদিন আমার শাস্তিও কিছুটা লাঘব করা হয়। এর কারন জিজ্ঞাসা করায় সে বলে, যে বাঁদি নুরনবীজির জন্ম সংবাদ আমাকে দিয়েছিল আমি আমার ভাতিজার জন্মে খুশী হয়ে ঐ বাঁদিকে আজাদ করে দিয়েছিলাম তর্জনী দিয়ে ইশারার দ্বারা। সে কারনে খুশি হয়ে আল্লাহ্ পাক আমার জন্য এ পুরস্কারের ব্যবস্থা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়্যুতি রাহঃ লিখেছেন,কোন কাফের যদি নূর নবিজির আগমনে খুশী হবার কারনে এত বড় পুরস্কার লাভ করতে পারে, তবে কোন মুমিন মুসলমান কি আল্লাহ্র কাছ থেকে পুরস্কারের আশা করতে পারে না? আল্লাহ্ পাক অবশ্যই তাঁর প্রতি বিশ্বস্থ বান্দাকে যথোপযুক্ত পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ
©somewhere in net ltd.