নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
জগতবাসী তোমার কাছেই শিখলো সৌজন্য মানবতা
ধর্ম ও মানবতার দিলে নতুন সংজ্ঞা, হে ত্রাতা!
জগতবাসী তোমার কাছেই খুঁজে পায় পূর্ণতা।।
মা আমিনার ছোট্ট ঘরে, এলেন এ কোন মহাজন??
একবার দেখতে তাঁরে ব্যাকুল সবে,স্বর্গ মর্ত ত্রিভূবন।।
মা আমিনার কোল জুড়ে দেখো মদিনার ঐ চাঁদ হাসে
রূপ দেখে তাঁর আকাশের চাঁদ, মেঘের ফাঁকে লুকায় লাজে।।
আকাশেতে চাঁদ সুরুজ যায় আর আসে
মদিনার চাঁদ সদা উজ্জল হয়ে হাসে
চাঁদ সুরূজ দূর করে দুনিয়ার কালো
মদিনার চাঁদ জ্বালায় হৃদয়েতে আলো।।
২| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৮
ঋতো আহমেদ বলেছেন: Nice post. ++